'আমি শুধুই কার্যকর্তা, আর নিতিন নবীন আমার বস' এমন মন্তব্য করে চমকে দিলেন মোদী!

PM Modi : প্রধানমন্ত্রী মোদীর চোখে নিতিন নবীন এখন তার 'বস'। বিজেপির নতুন সভাপতি নির্বাচন এবং দলের সাফল্যের পেছনের আসল কারণ জানালেন মোদী। পশ্চিমবঙ্গ থেকে মহারাষ্ট্র, সর্বত্র বিজেপির বাড়তে থাকা জনপ্রিয়তা এবং জনসেবার সংস্কৃতি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য

Share this Video

PM Modi : বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন নিতিন নবীন। তাকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, দলের কাছে তিনি একজন সাধারণ কর্মী এবং নিতিন নবীন তার বস। গণতান্ত্রিক পদ্ধতিতে সভাপতি নির্বাচন থেকে শুরু করে পশ্চিমবঙ্গ ও তেলঙ্গনায় দলের উত্থান— মোদীর বক্তব্যের সব গুরুত্বপূর্ণ তথ্য জানুন এখানে।

Related Video