Blackout Drill at Punjab: পহেলগাঁও হামলার পর থেকেই লাগাতার ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপড়েন অব্যাহত। 

Blackout Drill at Punjab: পাঞ্জাবের ফিরোজ়পুরে ক্যান্টনমেন্ট এলাকায় হটাৎ করেই রাত ৯টা থেকে প্রায় আধ ঘণ্টা লোডশেডিং বন্ধ রেখে চলল ব্ল্যাকআউটের মহড়া। এমনকি, এই বিষয়টি নিয়ে এলাকার বাসিন্দাদেরও সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন। 

আর সীমান্ত এলাকায় এহেন ঘটনার পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি যুদ্ধের প্রস্তুতি শুরু (blackout drill ferozepur cantonment)?

Scroll to load tweet…

সাধারণত যুদ্ধের সময় কিংবা যুদ্ধের প্রস্তুতি হিসাবে ব্ল্যাকআউট করা হয়ে থাকে। সেই সময়, এলাকার সমস্ত আলো বন্ধ করে দেওয়া হয়। যাতে শত্রুপক্ষ আচমকা বিমানহানা করতে না পারে। শুধু টাই নয়, ঘরের আলো যাতে বাইরে থেকে না দেখা যায়, বাসিন্দাদের সেইদিকেও নজর রাখতে বলা হয় (blackout drill in punjab news)।

জানা যাচ্ছে, রবিবার রাত ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ফিরোজ়পুরের ক্যান্টনমেন্ট এলাকায় চলে সেই ব্ল্যাকআউটের মহড়া। ফিরোজ়পুরের ডেপুটি কমিশনার এবং ক্যান্টনমেন্টের সদর দফতরগুলিকে এই ব্ল্যাকআউট মহড়ার সময় সহযোগিতা করার জন্য চিঠিও পাঠান ক্যান্টনমেন্টের চিফ এগজিকিউটিভ অফিসার (blackout drill in punjab)। 

Scroll to load tweet…

তিনি পাঞ্জাব স্টেট পাওয়ার কর্পোরেশন লিমিটেডকে নির্দিষ্ট সময়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কথাও জানিয়ে দেন। এমনকি, সেই সময় নিরাপত্তার জন্য সবরকমের ব্যবস্থা যেন থাকে, তাও সুনিশ্চিত করতে বলেন আধিকারিক। 

ফিরোজ়পুরের ডেপুটি কমিশনারকে দেওয়া চিঠিতে তিনি লেখেন, ‘‘যেভাবে হুঁশিয়ারি এবং পাল্টা হুঁশিয়ারি চলছে, তারই মাঝে ব্ল্যাকআউট নিয়ে প্রস্তুতি এবং কার্যকারিতা খতিয়ে দেখার জন্যই এই মহড়া চালানো হবে।’’ 

তবে প্রশাসনকে এই বিষয়ে প্রথমে অবহিত করার পর, সাধারণ মানুষকেও বিষয়টি নিয়ে একটি বার্তা দেওয়া হয়। এমনকি, মাইক বাজিয়ে এলাকায় ঘুরতে থাকে একটি রিকশা।

প্রসঙ্গত, পহেলগাঁও কাণ্ডের পর থেকেই বারবার নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করছে পাকিস্তান। আর সেই আবহের মাঝেই গত কয়েকদিন ধরে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠকও করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, প্রতিরক্ষা বাহিনীর প্রধান অনিল চৌহানের সঙ্গেও একাধিক বৈঠকে বসেছেন তিনি। আর এবার সীমান্ত লাগোয়া ফিরোজ়পুর ক্যান্টনমেন্ট এলাকায় এই ব্ল্যাকআউট মহড়ার পর, জোরালো হচ্ছে যুদ্ধের জল্পনাই।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।