অষ্টম পে কমিশন নিয়ে বড় সিদ্ধান্ত Modi সরকারের, বাজেটে হবে বিশেষ ঘোষণা
- FB
- TW
- Linkdin
আসন্ন বাজেটে অষ্টম পে কমিশনের ঘোষণা করবে হবে তা নিয়ে জল্পনার অন্ত নেই। এবার এই নিয়ে বিরাট সিদ্ধান্ত নিল Modi সরকার।
সদ্য অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক ট্রেড ইউনিয়নের প্রতিনিধির। তারপরই এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে খবর।
প্রতি ১০ বছর অন্তর পে কমিশন গঠিত হয়। সপ্তম পে কমিশনের ১০ পছর কেটে গেলেও নতুন পে কমিশনের এখনও ঘোষণা হয়নি।
এবার কেন্দ্রীয় বাজেটে অষ্টম পে কমিশনের ঘোষণা হতে পারে বলে আশা করছেন সকলে।
সদ্য নির্মলা সীতারমণের সঙ্গে বৈঠক করেন ট্রেড ইউনিয়নের প্রতিনিধিরা। তাদের দাবি দাওয়া জানান। সঙ্গে অষ্টম পে কমিশনের দাবি তোলেন।
অষ্টম পে কমিশন গঠিত হলে উপকৃত হবেন ৫০ লক্ষ কেন্দ্র সরকারী কর্মী এবং ৬৭ লক্ষ পেনশনভোগী।
জানা গিয়েছে, প্রাক বাজেট আলোচনাতেও সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নসের জাতীয় সম্পাদক স্বদেশ দেব রায় অষ্টম পে কমিশনের বিষয়টি তুলেছেন।
দাবি করা হয়েছে, অষ্টম পে কমিশন গঠনের। পুরনো ধারা বজায় থাকলে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর বর্তমান পে কমিশনের কার্যকাল শেষ হবে।
২০২৬ সালের জানুয়ারি মাস থেকে নতুন কমিশনের কার্যকাল শুরু হতে পারে।
এখন দেখা শেষ পর্যন্ত আসন্ন বাজেটে অষ্টম পে কমিশন নিয়ে কী ঘোষণা হয়।