সংক্ষিপ্ত
রাজ্যসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখন তারা দেশের উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছিল। এখন বিরোধী দলে রয়েছে। এখনও কংগ্রেস দেশের উন্নয়নে বাধা দিয়ে যাচ্ছে।
সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) লোকসভায় (Lok Sabha) কংগ্রেসকে (Congress) কটাক্ষ করে 'টুকড়ে টুকড়ে গ্যাং' এর সঙ্গে তুলনা করেছিলেন। আর মঙ্গলবার বাজেট অধিবেশনে (Budget session 2022) রাজ্য়সভায় (Rajya Sabha) বক্তব্য রাখতে গিয়ে মোদী কংগ্রেসের তুলনা করেন 'আরবান নকশাল' (urban Naxals) এর সঙ্গে। তিনি বলেন কংগ্রেসের দৃষ্টিভঙ্গি ও ভাবধারা সম্পূর্ণ রূপে প্রভাবিত করেছে শহুরে নকশালরা।
রাজ্যসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখন তারা দেশের উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছিল। এখন বিরোধী দলে রয়েছে। এখনও কংগ্রেস দেশের উন্নয়নে বাধা দিয়ে যাচ্ছে। এখন কংগ্রেস একটাই মরিয়া হয়ে সরকারের বিরোধিতা করছে, যে দেশ নিয়ে ধারনারও তীব্র আপত্তি জানিয়েছে কংগ্রেস।
নরেন্দ্র মোদী এদিন রাজ্যসভায় দাবি করেছেন, কংগ্রেসের চিন্তাভাবনা শহুরে নকশালরা দখল করে নিয়েছে। কংগ্রেস শহুরি নকশালদের খপ্পরে পড়েছে। গোটা চিন্তাভাবনাই তাদের দ্বারা প্রভাবিত হচ্ছে। তাই কংগ্রেসের চিন্তাভাবনা ও ক্রিয়াকলাপ আগের তুলনায় আরও ধ্বংসাত্মক হয়ে উঠেছে।
এদিন রাজ্য়সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের সময় প্রবল হৈচৈ শুরু করে দেন কংগ্রেস সাংসদরা। পরে অবশ্য তাঁরা রাজ্যসভা থেকে ওয়াক আউট করেন। কিন্তু তারপরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ভাষণ দিয়ে যান। রাজ্যসভা থেকে ওয়াকআউটের পর কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, কংগ্রেস রাজ্যসভা থেকে বেরিয়ে এসেছে। রাষ্ট্রপতির ভাষণে কথা বলার পরিবর্তে প্রধানমন্ত্রী কংগ্রেসকেই অভিযুক্ত ও নিশানা করেছেন। যা কখনই কাম্য নয় বলেও দাবি করেন তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন, ৭৫ সালে গণতন্ত্রকে পদদিলিত করেছিল কংগ্রেস। তাদের কাছ থেকে গণতন্ত্রের শিক্ষা তারা নেবে না বলেও জানিয়েছেন তিনি। কথা প্রসঙ্গতে তিনি বলেন, তিনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন তাঁকেও কেন্দ্রের সরকার প্রতিক্ষেত্রে সমস্যায় ফেলেছিল। একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তাঁকে। রাজ্য়সভায় এদিন প্রধানমন্ত্রীর ভাষণের লক্ষ্যই ছিল কংগ্রেসের শীর্ষনেতৃত্ব ও নেহেরু ও গান্ধী পরিবার। তিনি বলেন কংগ্রেস বরাবরই একটি বিশেষ পরিবারের প্রতি আনুগত্য বজায় রাখে।
সংসদে কোভিড নিয়ে মোদীর মন্তব্য, প্রধানমন্ত্রীকেই দায়ি করলেন প্রিয়াঙ্কা গান্ধী
কংগ্রেস না থাকলে কী হত, রাজ্যসভায় এই প্রশ্নের উত্তর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
গোয়ার আন্দোলনে সেনা পাঠাননি, রাজ্যসভায় নেহেরুকে কাঠগড়ায় দাঁড় করালেন মোদী
মঙ্গলবার রাজ্যসভার ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন , গোয়া যখন পর্তুকিজদের হাত থেকে স্বাধীন হওয়ার জন্য আন্দোলন করছিল তখন আন্তর্জাতিক স্তরে নেহেরু নিজের ভাবমূর্তি রক্ষা করার চেষ্টা করেছিলেন। তিনি গোয়া সেনা পাঠাতে চাননি বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি তাঁর অভিযোগ ছিল গোয়ায় যখন সত্যাগ্রহ চলছিল তখনও তাতে কোনও সমর্থন জানাননি নেহেরু। উল্টে সত্যাগ্রহীদের নানাভাবে হেনস্থা ও কটাক্ষ করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।