সংক্ষিপ্ত

ঘূর্ণিঝড়ের মোকাবিলায় এবার বেশ কয়েকটি ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিলেন রেল কর্তৃপক্ষ। জেনে নিন আজ ও আগামীকাল কোন কোন রুটের ট্রেন থাকবে বন্ধ। 

শুক্রবার দুপুরের মধ্যেই তিন রাজ্যের উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ফণী। ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গে জারি করা হয়েছে সতর্কবার্তাও। দূর্যোগের মোকাবিলা করতে প্রতিনিয়ত নানান পদক্ষেপ নিয়ে চলেছে কেন্দ্র থেকে রাজ্য সরকার।

আর সেই সূত্র ধরেই এবার রেল কর্তৃপক্ষের সিদ্ধান্তে বাতিল করা হল বিশেষ কয়েকটি রেল পরিষেবা। স্থগিত করা হল বেশ কযেকটি ট্রেন চলাচলভারতের দক্ষিণ-পূর্ব শাখা ও পুরী থেকে বাতিল করা হল মোটের ওপর ২২৩টি ট্রেন। মে মাসের দুই তারিখ ও তিন তারিখে বন্ধ থাকবে এই লাইনের অধিকাংশ ট্রেনই। বেশকিছু ট্রেনের রুটও বদল করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন রেল কর্তৃপক্ষ।

২.৫.২০১৯ এ বাতিল হওয়া উল্লেখযোগ্য কয়েকটি ট্রেন পরিষেবাঃ

  • করমণ্ডল এক্সপ্রেস (১২৮৪২)
  • চেন্নাই সেন্ট্রাল সাঁতরাগাছি এসি এক্সপ্রেস (২২৮০৮)
  • ইস্ট কোস্ট এক্সপ্রেস (১৮৬৪৬)
  • দুরন্ত এক্সপ্রেস যসবন্তপুর (১২২৪৬)
  • ফালাকনমা এক্সপ্রেস (১২৭০৪)
  • চেন্নাই সেন্ট্রাল হলদিয়া এক্সপ্রেস (২২৬১৩)
  • ভাস্কো দা গামা অমরাবতী এক্সপ্রেস (১৮০৪৮)
  • চেন্নাই সেন্ট্রাল হাওড়া মেল (১২৮৪০)
  • যসবন্তপুর হাওড়া এক্সপ্রেস (১২৮৬৪)
  • তিভান্দ্রাম শালিমার এক্সপ্রেস(২২৬৪১)

৩.৫.২০১৯ এ বাতিল হওয়া উল্লেখযোগ্য কয়েকটি ট্রেন পরিষেবাঃ

  • হায়দ্রাবাদ হাওড়া ইস্ট কোস্ট এক্সপ্রেস (১৮৬৪৬)
  • জনশতাব্দী এক্সপ্রেস (১২০৭৪)
  • ভুবনেশ্বর রাউরকেল্লা সুপারফাস্ট এক্সপ্রেস (২২৮৪০)
  • পুরী সাঁতরাগাছি স্পেশাল (০৮৪০৩)
  • ভূবণেশ্বর বোকারো স্টিল সিটি গরীব রথ (১২৮৩২)
  • তপস্যিনি এক্সপ্রেস (১৮৪৫২)
  • পুরী হাওড়া শ্রী জগন্নাথ এক্সপ্রেস(১৮৪১০)
  • পুরী হাওড়া এক্সপ্রেস (১২৮৩৮)
  • ভূবণেশ্বর রাউরকেল্লা সুপার ফাস্ট ইন্টার সিটি এক্সপ্রেস (২২৮৪০)
  • ধৌলি এক্সপ্রেস পুরী (১২৮২২)
  • শতাব্দী এক্সপ্রেস পুরী (১২২৭৮)
  • করমণ্ডল এক্সপ্রেস (১২৮৪২)

পর্যটকদের ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে উপকূলবর্তী অঞ্চলগুলো ফাঁকা করে দেওয়ার উদ্দেশ্যে। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মাছুরেদের ক্ষেত্রেও।  ট্রেন চলাচল বন্ধ থাকায় ব্যহত হবে যোগাযোগ ব্যাবস্থা, ও বিপাকে পড়তে হবে বেশকিছু যাত্রীদের। কিন্তু দূর্যোগের প্রভাব কমাতে যথাসম্ভব ঝুঁকি এড়িয়েই প্রস্তুত থাকতে উদ্যোগী সরকার। ২৪ ঘন্টা খোলা থাকছে কন্ট্রোলরুমও।

আবহাওয়া দপ্তরের বিবৃতিতে জানানো হয়েছে বর্তামানে পুরী থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে অবস্থান করছে ফণী। আজ রাত থেকেই উক্ত অঞ্চলের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে।