সরকারি ও বেসরকারি কর্মচারীদের জন্য নতুন বছরেই সুখবর আসতে চলেছে। কারণ, কেন্দ্রীয় সরকার ইপিএফের সদের হার (EPF Interest Rate) বাড়াতে পারে।

সরকারি ও বেসরকারি কর্মচারীদের জন্য নতুন বছরেই সুখবর আসতে চলেছে। কারণ, কেন্দ্রীয় সরকার ইপিএফের সদের হার (EPF Interest Rate) বাড়াতে পারে। শ্রম মন্ত্রক সূত্রে এখবর জানা গিয়েছে। বর্তমানে ইপিএফে (EPF) সুদের হার ৮.২৫ শতাংশ। সূত্রের খবর, তা ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে হতে পারে ৮.৫০ শতাংশ। ২০২৬-২৭ আর্থিক বছরের সাধারণ বাজেট পেশ হওয়ার কয়েকদিনের মধ্যেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে শ্রম মন্ত্রকের আওতাধীন কর্মচারী ভবিষ্যনিধি সংগঠনের (ইপিএফও) অছি পরিষদ। যদিও আনুষ্ঠানিকভাবে কোনও কিছু এখনও জানানো হয়নি।লফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহেই এ ব্যাপারে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকতে চলেছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। সূত্রের খবর, আগামী ২০ জানুয়ারি ইপিএফওর এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকেই ইপিএফের সুদের হার বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

গত বছরের মে মাসে কেন্দ্র ২০২৪-২৫ অর্থবছরের জন্য কর্মচারী ভবিষ্যনিধি তহবিল (EPF) আমানতের উপর ৮.২৫ শতাংশ সুদের হার অনুমোদন করেছিল। ওই বছরের শুরুতে কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থার (EPFO) কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ড এই হারের সুপারিশ করেছিল। জুলাই মাসে সুদের টাকা প্রতিটি সদস্যকের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়। ইপিএফে সুদের হার ২০২৩-২৪ অর্থবছর থেকে অপরিবর্তিত ছিল, যেখানে ২০২২-২৩ সালে এটি ছিল ৮.১৫ শতাংশ।

কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থা (EPFO) এপ্রিল থেকে UPI-এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে PF উত্তোলন চালু করবে। এই নতুন ব্যবস্থা, যা 80 মিলিয়ন সদস্যকে উপকৃত করবে। পিটিআই জানিয়েছে যে শ্রম মন্ত্রকের একটি নতুন প্রকল্পের অধীনে, EPF সদস্যরা এখন তাদের প্রভিডেন্ট ফান্ডের (EPF) একটি উল্লেখযোগ্য অংশ সরাসরি ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI) এর মাধ্যমে তুলতে পারবেন। এই নতুন ব্যবস্থাটি এপ্রিলের মধ্যে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। এই উদ্যোগের প্রাথমিক উদ্দেশ্য হল টাকা তোলার প্রক্রিয়া সহজ করা এবং সময়সাপেক্ষ দাবি দূর করা।