সংক্ষিপ্ত
ফাটাফাটি খবর! স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ সার্টিফিকেট দেবে কেন্দ্র, বিনা পয়সাতেই মিলবে এই নথি, কী কী সুবিধা পাবেন এতে?
এবার স্বাধীনতা দিবস উপলক্ষে বিশে, সার্টিফিকেট দেবে কেন্দ্রীয় সরকার। প্রতিবছরই অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করা হয় স্বাধীনতা দিবস। এই বছরও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নেওয়া হল একগুচ্ছ উদ্যোগ। চলতি বছরে ১৫ অগাস্টে অভিনব উদ্যোগ নিল ভারত সরকার।
প্রতিটি ভারতবাসীর জন্য আনা হল বিশেষ সার্টিফিকেট। স্মার্টফোনের সাহায্যে অতি সহজেই ডাউনলোড করা যাবে এই সার্টিফিকেট।
আসুন জেনে নেওয়া যাক কীভাবে ডাউনলোড করবেন সার্টিফিকেট?
প্রথমে harghartiranga.com-এ যেতে হবে। এরপর ক্লিক করতে হবে Take Pledge অপশনে।এরর একটি পেজ খুলে যাবে। যেখানে কীভাবে এই সার্টিফিকেট ডাউনলোড করা যাবে তা লেখা থাকবে। এরপর Take Pledge অপশনে ক্লিক করলেই আরও একটি নতুন পেজ খুলে যাবে। নতুন পেজ খুললে ইনপুট করতে হবে নাম, মোবাইল নাম্বার, রাজ্যের নাম। এরপর নিজের একটা ছবি আপলোড করতে হবে। এরপর ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করলেই স্বাধীনতা দিবস (Independence Day) উপলক্ষ্যে সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে।
ভারতের সচেতন নাগরিক হিসাবে কর্তব্য পালনের জন্য দেওয়া হবে এই সার্টিফিকেট। নিজেদের কর্তব্য পালন করার শপথ হিসাবেই এই নতুন সার্টিফিকেট দেবে কেন্দ্রীয় সরকার।