- Home
- India News
- অক্টোবর নয়, সেপ্টেম্বরেই মিলবে দারুণ আপডেট! একলাফে বাড়তে চলেছে বেতন, ডিএ বৃদ্ধির ঘোষণা কবে?
অক্টোবর নয়, সেপ্টেম্বরেই মিলবে দারুণ আপডেট! একলাফে বাড়তে চলেছে বেতন, ডিএ বৃদ্ধির ঘোষণা কবে?
- FB
- TW
- Linkdin
সরকারি কর্মচারীদের খুশি হবে ডবল। মহার্ঘ ভাতা বাড়ানোর পুজোর আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Central Government Employees) মহার্ঘ ভাতা বাড়বে।
সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে ডিএ (Dearness Allowance) ঘোষণা করবে কেন্দ্র।
ইতিমধ্যেই মহার্ঘ ভাতা কত শতাংশ বাড়তে পারে তা AICPI সূচকের ডেটা থেকে এটি পরিষ্কার হয়ে গেছে।
জানিয়ে রাখি এবার ৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে। জুন থেকে AICPI সূচকে ১.৫ পয়েন্টের বৃদ্ধি দেখা গেছে। মে মাসে যা ছিল ১৩৯.৯ পয়েন্টে। বর্তমানে তা বেড়ে ১৪১.৪ হয়েছে।
মহার্ঘ ভাতার স্কোর হয়েছে ৫৩.৩৬। অর্থাৎ তিন শতাংশই ডিএ বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের।
সূত্রের খবর আগামী ২৫ সেপ্টেম্বর মন্ত্রিসভার যে বৈঠক রয়েছে তাতে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হতে পারে।
আগামী ৫ অক্টোবর হরিয়ানায় বিধানসভা নির্বাচন রয়েছে। মনে করা হচ্ছে তার কিছুদিন আগে মহার্ঘ ভাতা বৃদ্ধি করবে সরকার।
একাধিক রিপোর্ট অনুযায়ী, চলতি ২৫ তারিখের মধ্যে ঘোষণা হবে ডিএ ও ডিআর। অর্থাৎ পুজোর আগেই মালামাল হবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Central Govt Employee)।
সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি কার্যকর হবে ১ জুলাই ২০২৪ থেকে। নিয়ম মতো বছরে দু’বার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার।
জানুয়ারি মাসে মহার্ঘ ভাতা ৪৬ শতাংশ থেকে ৫০ শতাংশে পৌঁছেছে। সেপ্টেম্বরে ফের একবার বাড়বে ডিএ (Dearness Allowance)।
এদিকে যখন চলতি মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে ৫৩ শতাংশ হবে সেই সময় ডিএ বৃদ্ধির জন্য ক্রমাগত আন্দোলন চালিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের একাংশ।
কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে অনড় তারা। যদিও চলতি বছর দু’বার ডিএ বেড়েছে বাংলার কর্মীদের। ২০২৪ সালের ১ মার্চে চার শতাংশ এবং পরে ফের ১ এপ্রিলে চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছে।
বর্তমানে তারা ১৪% হারে ডিএ পাচ্ছেন। তবে তাতে চিঁড়ে ভেজেনি। ওদিকে ডিএ নিয়ে বাংলার সরকারি কর্মীদের মামলা চলছে সুপ্রিম কোর্টে।