- Home
- India News
- Central Railway: ট্রেনে উঠে বসার জায়গা নিয়ে মারামারি করার দিন শেষ, প্রবীণ নাগরিকদের জন্য অভিনব উদ্যোগ রেলের
Central Railway: ট্রেনে উঠে বসার জায়গা নিয়ে মারামারি করার দিন শেষ, প্রবীণ নাগরিকদের জন্য অভিনব উদ্যোগ রেলের
Local Train News: ভিড় ঠেলে ট্রেনে উঠে বসার জায়গা নিয়ে মারামারি করার দিন শেষ। এবার থেকে লোকাল ট্রেনে প্রবীণ নাগরিকদের জন্য অভিনব উদ্যোগ রেলওয়ে কর্তৃপক্ষের। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

লোকাল ট্রেন পরিষেবা নিয়ে বড় ঘোষণা
প্রতিটি ভারতীয়ের কাছে লোকাল ট্রেনই হল দৈনন্দিন জীবনে কর্মস্থলে বা গন্তব্যে যাওয়ার লাইফ লাইন। এবার সেই লাইফ লাইনে অহেতুক প্যাসেঞ্জারদের বসার জায়গা নিয়ে ঝামেলা মেটাতে বড় পদক্ষেপ করল রেলওয়ে কর্তৃপক্ষ।
প্রবীণ নাগরিকদের জন্য নয়া সিদ্ধান্ত
রেল সূত্রে খবর, এবার থেকে কাজে যাওয়ার জন্য ট্রেনে উঠলে বসার জায়গা নিয়ে আর সহযাত্রীর সঙ্গে ঝামেলা করতে হবে না প্রবীণ নাগরিকদের। নতুন সিস্টেম চালু করছে রেল।
প্রবীণ যাত্রীদের জন্য আলাদা কামরা
রেল সূত্রে খবর, এবার থেকে লোকাল ট্রেনে উঠলে প্রবীণ নাগরিকদের বসার জন্য থাকছে আলাদা কামরার ব্যবস্থা। আলাদা নির্দিষ্ট কামরাতে বসার জায়গা পাবেন বয়স্ক যাত্রীরা।
কোথায় মিলবে এই সুবিধা?
জানা গিয়েছে, মধ্য রেলের (Central Railway) মুম্বই শহরতলির রেল নেটওয়ার্কে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষভাবে পুনঃনির্মিত কামরা সহ তাদের প্রথম ইলেক্ট্রিক মাল্টিপল ইউনিট (ইএমইউ) রেক চালু করেছে। প্রবীণ যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রবীণ যাত্রীদের সুবিধায় রেলওয়ে বোর্ডের নির্দেশে বিশেষ উদ্যোগ
রেলওয়ে বোর্ডের নির্দেশ মেনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর প্রধান উদ্দেশ্য হল, ব্যস্ত সময়ে প্রবীণ যাত্রীদের জন্য রেল ভ্রমণ আরও সহজ করে তোলা। ভিড়ের সময় প্রবীণ নাগরিকদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ধাপে ধাপে চালু হবে সব ইএমইউতে
মধ্য রেল (Central Railway) সূত্রে খবর, প্রবীণ নাগরিকদের জন্য বিশেষভাবে তৈরি এই কামরাটি হল এমন একটি সিরিজের প্রথম প্রোটোটাইপ, যা ধাপে ধাপে মুম্বইয়ের শহরতলি রেলপথে চলাচলকারী সমস্ত ইএমইউ রেলে চালু করা হবে।
প্রবীণ যাত্রীদের জন্য বিশেষ সুবিধা
মধ্য রেল সূত্রে খবর, এই আপগ্রেড করা কামরাগুলিতে বসার উন্নত ব্যবস্থা রয়েছে। এখানে তিনটি তিন-সিটার বেঞ্চ এবং দুটি দুই-সিটার বেঞ্চের সমন্বয়ে মোট ১৩টি বসার স্থান তৈরি করা হয়েছে। এর ফলে প্রবীণ যাত্রীরা আরও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন।

