সংক্ষিপ্ত

বছর ঘোরার আগেই ছুটির তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। এক নজরে দেখে নিন ছুটির তালিকা।

 

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। বছর ঘোরার আগেই কেন্দ্রীয় সরকার ২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশ করছে। দিল্লি ও দিল্লির বাইরে থাকা কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক অফিসগুলি ১২টি ঐচ্ছিক ছুটির মধ্যে থেকে তিনটি ছুটির পাশাপাশি নিম্নলিখিত ছুটিগুলি নিতে পারবে।

কেন্দ্রীয় সরকার যে ছুটিগুলি দিচ্ছে সেগুলি হলঃ

১। সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র দিবস

২। স্বাধীনতা দিবস

৩। মহাত্মা গান্ধীর জন্মদিন

৪। বুদ্ধ পূর্ণিমা

৫। ক্রিসমাস বা বড়দিন

৬। দশেরা বা বিজয় দশমা

৭। দীপাবলি বা দিওয়ালি

৮। গুড ফ্রাইডে

৯। গুরুনানকের জন্মদিন

১০। ইদুল ফিরত বা ঈদ

১১। ইদু-জোহা

১২। মহাবীর জয়ন্তী

১৩। মহরম

১৪। নবী মোহাম্মদের জন্মদিন

১২টি টি ঐচ্ছিক ছুটি হলঃ

১। দশেরার একটি অতিরিক্ত ছুটি

২। হোলি

৩। জন্মাষ্টমী

৪। রাম নবমী

৫। মহা সাবিত্রী

৬। গণেশ চতুর্থী

৭। মকর সংক্রান্তি

৮। রথ যাত্রা

৯। ওনাম

১০। পঙ্গোল

১১। শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী

১২। বিষু, বৈশাখী, ভোগ বিহু-এগুলি