CM Yogi : 'মুসলিম নাম কেন থাকবে?' এক ঝটকায় মুসলিম জায়গার নাম বদলে দিলেন যোগী

CM Yogi : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছেন, লখিমপুর খেরির মুস্তফাবাদের নাম পরিবর্তন করে রাখা হবে ‘কবীরধাম’। যোগী আদিত্যনাথ জানান, শিগগিরই নাম পরিবর্তনের আনুষ্ঠানিক প্রস্তাব আনা হবে এবং প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে।

Share this Video

CM Yogi : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছেন, লখিমপুর খেরির মুস্তফাবাদের নাম পরিবর্তন করে রাখা হবে ‘কবীরধাম’। সোমবার স্মৃতি মহোৎসব মেলা ২০২৫-এ তিনি বলেন, এভাবে সন্ত কবীরের সঙ্গে যুক্ত স্থানের ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিচয় পুনরুদ্ধার করা হবে। মুখ্যমন্ত্রীর দাবি, আগেকার শাসকরা অযোধ্যা, প্রয়াগরাজসহ বহু জায়গার নাম পরিবর্তন করেছিলেন, এখন তাঁর সরকার সেই নামগুলোকে তাদের আদি রূপে ফিরিয়ে দিচ্ছে।

যোগী আদিত্যনাথ জানান, শিগগিরই নাম পরিবর্তনের আনুষ্ঠানিক প্রস্তাব আনা হবে এবং প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে। তিনি আরও বলেন, উত্তরপ্রদেশ সরকার এখন ধর্মীয় ও সাংস্কৃতিক স্থানগুলির উন্নয়নে জোর দিচ্ছে, কবরস্থানের জায়গা বাড়ানোর পরিবর্তে। মুখ্যমন্ত্রীর মন্তব্য, “যে গ্রামে একজন মুসলিমও নেই, তার নাম মুস্তফাবাদ রাখা কীভাবে সম্ভব?”

এদিন তিনি রাজ্যের সব তীর্থস্থান ও ধর্মীয় স্থানের সৌন্দর্যায়নের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন এবং বলেন, ভক্তদের জন্য আশ্রয় ও বিশ্রামের সুবিধা নিশ্চিত করতে হবে।

Related Video