সংক্ষিপ্ত

নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের শেষ দিন কবে, তা নিয়ে রহস্য এখনও উদঘাটিত হয়নি। গত কয়েক দশক ধরে যে বিতর্ক চলছে, এবারের নেতাজি-জয়ন্তীতে সেই বিতর্ক ফের উস্কে দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

বৃহস্পতিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসে সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে বিতর্ক উস্কে দিলেন রাহুল গান্ধী। 'এক্স' হ্যান্ডলে লোকসভার বিরোধী দলনেতা পোস্ট করেন, ‘মহান বিপ্লবী, আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা নেতাজি সুভাষ চন্দ্র বসু জি-র জয়ন্তীতে তাঁকে গভীর শ্রদ্ধা জানাই। নেতাজির নেতৃত্ব, সাহস, সামাজিক ন্যায়ের জন্য ওঁর লড়াই, সহনশীলতা ও সবাইকে নিয়ে চলার প্রতি তাঁর অবদান আজও সব ভারতীয়কে অনুপ্রাণিত করে। ভারতমাতার অমর পুত্রকে আমার সাদর প্রণাম জানাই। জয় হিন্দ।’ এই লেখার সঙ্গে নেতাজির ছবি পোস্ট করেন রাহুল। সেই ছবির উপর লেখা, নেতাজির জন্ম ১৮৯৭ সালের ২৩ জানুয়ারি এবং মৃত্যু ১৯৪৫ সালের ১৮ অগাস্ট। এছাড়া রাহুলের পোস্টে আরও একটি ভুল রয়েছে। লোকসভার বিরোধী দলনেতা উল্লেখ করেছেন, নেতাজি আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা। এই তথ্য ভুল। আজাদ হিন্দ ফৌজ গড়ে তোলেন রাসবিহারী বসু। তিনি নেতাজিকে আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব দেন। রাহুলের এই পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছে।

ক্ষমা চাওয়ার দাবি সুকান্ত মজুমদারের

নেতাজির মৃত্যুদিন নিয়ে বিতর্কিত পোস্টের জন্য রাহুলের তীব্র সমালোচনা করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তিনি 'এক্স' হ্যান্ডলে লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়া পোস্টে রাহুল গান্ধী দাবি করেছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু ১৯৪৫ সালের ১৮ অগাস্ট প্রয়াত হয়েছেন। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি আরও দাবি করছি, নেতাজির প্রতি অশ্রদ্ধা প্রকাশ করার জন্য রাহুল গান্ধীকে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে হবে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি। তাঁর প্রতি অসম্মান প্রকাশ করেছেন রাহুল। নেতাজির সব অনুগামীর প্রতি আমার আবেদন, ক্ষমা চাওয়ার দাবিতে সরব হন। কংগ্রেসের লজ্জিত হওয়া উচিত।’

 

 

দেশজুড়ে পালিত নেতাজি জয়ন্তী

বৃহস্পতিবার দেশজুড়ে নেতাজির জন্মদিবস পালিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ সমাজের বিভিন্ন অংশের লোকজন নেতাজির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

জেলে শুধু পালং শাক খেয়ে দিন কাটাতেন! খাদ্যরসিক নেতাজি কী খেতে ভালবাসতেন, জানেন?

Mann Ki Baat: কী ভাবে কলকাতা ছেড়েছিলেন নেতাজি? মন কি বাত অনুষ্ঠানে স্মৃতিচারণে মোদী

YouTube video player