Coronavirus India: গত মাস থেকে নতুন করে করোনাভাইরাস নিয়ে চিন্তা শুরু হয়েছে। দেশের বিভিন্ন শহরে করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যার পাশাপাশি মৃত্যুর হারও বাড়ছে। ফলে সব রাজ্যকে সতর্ক করে দিচ্ছে আবহাওয়া দফতর।

COVID-19 India News Update: সারা দেশে নতুন করে করোনাভাইরহাসে (Coronavirus) আক্রান্ত হওয়া ব্যক্তির সংখ্যা কমছে না। রবিবার দেশজুড়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১৯ জন। সবচেয়ে বেশি আক্রান্ত কেরলে (Kerala)। দক্ষিণ ভারতের এই রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৭ জন। এই পরিসংখ্যানে স্পষ্ট, দেশের অন্য রাজ্যগুলির চেয়ে কেরলে করোনা আক্রান্তের সংখ্যা অনেক বেশি। করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি মৃত্যুও বাড়ছে। নতুন করে করোনাভাইরাসের ঢেউ আসার পর একদিনে সর্বাধিক মৃত্যুর কথা জানা গিয়েছে। রবিবার সারা দেশে করোনা আক্রান্ত হয়ে ১১ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। করোনা আক্রান্তের সংখ্যার পাশাপাশি মৃত্যুতেও সারা দেশের মধ্যে এগিয়ে কেরল। এই রাজ্যে করোনা আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যুর কথা জানা গিয়েছে। এর আগেও যখন করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়েছিল, তখন মৃত্যুর কারণ হিসেবে কোমর্বিডিটির কথা জানানো হয়েছিল। এবারও একই কারণ জানানো হয়েছে। করোনাভাইরাসের পাশাপাশি অন্য কোনও রোগ থাকলে মৃত্যুর আশঙ্কা বেশি।

বাংলার পরিস্থিতি কী?

স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে মোট কতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, কতজন হাসপাতালে ভর্তি হয়েছেন, কতজন করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, কারও মৃত্যু হয়েছে কি না, সেসব তথ্য পাওয়া যায়নি। বাকি সব রাজ্য এ বিষয়ে তথ্য দিলেও, পশ্চিমবঙ্গ সরকার কোনও তথ্য দিচ্ছে না। এ বিষয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছে বিজেপি। পাল্টা সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। সরকারি তথ্য পাওয়া না গেলেও, বেসরকারি সূত্রে জানা গিয়েছে, বাংলাতেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। একাধিক ব্যক্তি করোনা আক্রান্ত হওয়ার পর প্রাণ হারিয়েছেন বলেও দাবি করা হয়েছে। 

দেশজুড়ে করোনামুক্ত ৬৮৯

স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার দেশজুড়ে ৬৮৯ জনকে করোনামুক্ত হিসেবে ঘোষণা করেছেন চিকিৎসকরা। এ বছরের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ১৩,৬০৪ জন করোনামুক্ত হয়েছেন। সোমবার সকাল আটটা পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭,২৬৪।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।