DA News: সরকারিকর্মীদের সুখবর! রাখীর আগেই তিন কিস্তিতে ডিএ ঢুকছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে
কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা বা ডিএ-র দাবি দীর্ঘদিন ধরেই। আন্দোলনও করছেন রাজ্যের সরকারি কর্মীরা। তারই মধ্যে সুখবর।
- FB
- TW
- Linkdin
রাখির আগেই ডিএ
একাধিক রিপোর্ট অনুযায়ী অগাস্ট মাসেই রাজ্য সরকারী কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিএ ঢুকবে। রখির আগেই মিটিয়ে দেওয়া হবে বকেয়া মহার্ঘ ভাতা।
তিন কিস্তিতে
তবে এক সঙ্গে নয়, মোট তিনটি কিস্তিকে ডিএ দেখার হবে বলে একাধিক সংবাদ মাধ্যমের রিপোর্টে প্রকাশ করা হয়েছে। সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনটি কিস্তিতে ডিএ ঢুকবে বলেও রাজ্য সরকারের একটি সূত্র জানাচ্ছে।
খুশির খবর-
এই খুশির খবর এই রাজ্যের সরকারি কর্মীদের জন্য নয়! এই খবর মধ্য় প্রদেশের সরকারি কর্মীদের জন্য।
ডিএর দাবিতে আন্দোলন
এই রাজ্যের সরকারি কর্মীদের মত মধ্যপ্রদেশের সরকারি কর্মীরাও দীর্ঘ দিন ধরেই কেন্দ্রীয় হারে ডিএ-র দাবি জানিয়ে আসছেন। কিন্তু তারা প্রাপ্য ডিএ পাননি বলে অভিযোগ।
গত মার্চে ডিএ বৃদ্ধি
গত মার্চ মাসে মধ্যপ্রদেশে রাজ্য সরকারি কর্মীদের ৪ শতাংশ হারে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিল মধ্য প্রদেশের বিজেপি সরকার। কিন্তু ২০২৩-২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সেই বর্ধিত ডিএ এখনও পাননি বলে অভিযোগ।
তিন দফায় ডিএ
মধ্য প্রদেশের অর্থ দফতর সূত্রের খবর সেই টাকাই এবার তিন দফায় ঢুকবে রাজ্য়ের সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
মধ্যপ্রদেশ সরকার সূত্রের খবর
সূত্রের খবর গত ২৩ জুলাই এই নিয়ে সরকার চূড়ান্ত পদক্ষেপ করেছে। এবার পূর্বে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী বকেয়া মিটিয়ে দিতে উদ্যোগী সরকার
আট মাসের টাকা
জুলাই, অগস্ট এবং সেপ্টেম্বর এই তিন মাসে তিন কিস্তিতে বকেয়া ৮ মাসের ডিএ দেওয়া হবে সরকারি কর্মীদের।
বাংলার কর্মীদের ডিএ আন্দোলন
অন্যদিকে একই ভাবে বাংলার সরকারি কর্মীরাও দীর্ঘ দিন ধরে ডিএর দাবিতে সরব। তারাও কেন্দ্রের হারে ডিএ চায়।
সুপ্রিম কোর্টে মামলা
ডিএর দাবিতে সুপ্রিম কোর্টে মামলাও চলছে। কিন্তু বারবারই পিছিয়ে যাচ্ছে শুনানি। তাই হতাশা বাড়ছে বাংলার সরকারি কর্মীদের মধ্যে।