খারাপ খবর! ৩ শতাংশও বাড়ানো হবে না ডিএ! তাহলে কে পাবেন কত টাকা? রইল হিসেব
- FB
- TW
- Linkdin
কদিন আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে মোদী সরকার। চার শতাংশ হারে বেড়েছে ডিএ। এদিকে কেন্দ্রের পথে হেঁটে তারপর বহু রাজ্যও নিজের সরকারি কর্মীদের জন্য ডিএ বৃদ্ধি করেছে।
আর এবারে ব্যাঙ্ককর্মীদের ডিএ (Dearness Allowance) বাড়ল। ব্যাঙ্ককর্মীদের মহার্ঘ ভাতা ২.৬৩ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন ‘অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্য়াসোসিয়েশন’-র সাধারণ সম্পাদক সিএইচ বেঙ্কটচেলাম।
বেঙ্কটচেলাম জানিয়েছেন, আগে ১৭.২ শতাংশ ডিএ ছিল। ২০২৪ সালের নভেম্বর থেকে ১৯.৮৩ শতাংশ মহার্ঘ ভাতা কার্যকর হয়েছে।
২.৬৩ শতাংশ ডিএ বৃদ্ধির কথা জানিয়েছেন ‘অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্য়াসোসিয়েশন’-র সাধারণ সম্পাদক। উৎসবের মধ্যে এই মহার্ঘ ভাতা বাড়ার কথা মেনে নিয়েছেন অধিকাংশ কর্মচারী।
কোন ব্যাঙ্ককর্মীর কতটা ডিএ বেড়েছে সেই বিষয়েও জানিয়েছেন ‘অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্য়াসোসিয়েশন’-র সাধারণ সম্পাদক।
তিনি বলেন, সাবস্টাফের ক্ষেত্রে সর্বনিম্ন ৭০০ টাকা এবং সর্বোচ্চ ১,৮০০ টাকা ডিএ (Dearness Allowance) বৃদ্ধি পেয়েছে। ক্লারিকাল পদের কর্মীদে সর্বনিম্ন ৮৭০, এবং সর্বোচ্চ ৩,৩৭০ টাকা বেড়েছে মহার্ঘ ভাতা।
ওদিকে স্কেল ৪-র কর্মীদের ক্ষেত্রে ডিএ ৩,৫০০ টাকা থেকে ৪,৪০০ টাকার মধ্যে বেড়েছে। স্কেল ৫-র কর্মীদের ক্ষেত্রে ৪,১০০ টাকা থেকে ৪,৮০০ টাকার মধ্যে ডিএ বৃদ্ধি পেয়েছে।
স্কেল ৬ এবং স্কেল ৭-র কর্মীদের ক্ষেত্রে সর্বনিম্ন ৪,৯০০ টাকা বেড়েছে মহার্ঘ ভাতা। আর এই সকল কর্মীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৬,০০০ টাকা বেড়েছে মহার্ঘ ভাতা।