- Home
- India News
- শুধু ৩১ জানুয়ারির অপেক্ষা! ৩% DA কনফার্ম বাড়ছে! সামনের মাসে সরকারি কর্মীরা কে কত টাকা পাবেন?
শুধু ৩১ জানুয়ারির অপেক্ষা! ৩% DA কনফার্ম বাড়ছে! সামনের মাসে সরকারি কর্মীরা কে কত টাকা পাবেন?
- FB
- TW
- Linkdin
নতুন বছরের প্রথম মাসেই কেন্দ্রীয় সরকারী কর্মীদের জন্য রয়েছে ভাল খবর।
২০২৪ সালের নভেম্বর মাসের এআইসিপিআই সূচক প্রকাশ্যে এসেছে। এরপর ডিসেম্বর মাসের সূচক সামনে আসবে।
ডিএ (Dearness Allowance) ঠিক কতো শতাংশ বাড়তে পারে? মিলল পাক্কা খবর! কারণ নভেম্বর মাসের পরিসংখ্যান ইতিবাচক।
অক্টোবর মাসের এআইসিপিআই সূচক ছিল ৫৫.০৫ শতাংশ। নভেম্বর মাসে সেটা বেড়ে হয়েছে ৫৫.৫৪ শতাংশ।
এখন ৩১ জানুয়ারির অপেক্ষা ওই দিন ডিসেম্বর মাসের AICPI ইনডেক্স রিলিজ হবে। কেন্দ্রীয় সরকার ভগ্নাংশের হিসেব করে না। ফলত এটা পুরো ৫৬ শতাংশ হিসেবেই গণ্য করা হবে।
৫৬ শতাংশ ধরে হিসেব করলে DA বৃদ্ধি পাবে ৩ শতাংশ। আপাতত ৩ শতাংশ ডিএ বৃদ্ধি পাওয়ার সম্ভবনা প্রবল হয়েছে।
শেষ পর্যন্ত সূচক কতো হয়, সেটা বোঝা যাবে ডিসেম্বর মাসের সংখ্যা প্রকাশ্যে আসার পরেই। গত বছর ডিএ ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে পৌঁছেছিল ৫৩ শতাংশ।
যদি আরও ৩ শতাংশ বৃদ্ধি পায়, তাহলে তা হবে ৫৬ শতাংশ। ডিএ বৃদ্ধি পাওয়ার ফলে বর্তমান কর্মীদের বেতনে যেমন প্রভাব পড়বে, তেমনই সুবিধা পাবেন পেনশনভোগীরাও।
ধরা যাক কেন্দ্রীয় কোনও কর্মচারীর মাসিক নুন্যতম বেতন ১৮ হাজার টাকা। ৫৩ শতাংশ ডিএ বৃদ্ধির ফলে তাঁর বাড়তি আয় হবে ৯ হাজার ৫৪০ টাকা।
ডিএ বৃদ্ধির হার ৫৬ শতাংশে পৌঁছালে সেটা হবে ১০ হাজার ৮০ টাকা। ফলে মাস প্রতি বাড়তি উপার্জন হবে ৫৪০ টাকা।
এবার ধরা যাক কোনও কর্মীর মাসিক ন্যূনতম আয় ৫৬ হাজার ১০০ টাকা। ৫৩ শতাংশ ডিএ বৃদ্ধি হওয়ার ফলে তাঁর বাড়তি আয় ২৯ হাজার ৭৩৩ টাকা।
ডিএ ৫৬ শতাংশ হলে সেটা হবে ৩১ হাজার ৪১৬ টাকা। অর্থাৎ, মাস প্রতি বাড়তি লাভ হবে ১ হাজার ৬৮৩ টাকা।
কর্মীদের মতো ডিএ বৃদ্ধির এই হার পেনশনভোগীদের জন্যও প্রযোজ্য। ডিএ বৃদ্ধি হওয়ার ফলে বর্তমান মুল্যবৃদ্ধির বাজারে সুবিধা পাবেন কেন্দ্রীয় সরকারী চাকুরীজীবীরা।
তেমনই চাপ বাড়বে সরকারের কোষাগারের ওপর। ডিএ শেষ পর্যন্ত কতটা বৃদ্ধি পাবে সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও একটু।