সংক্ষিপ্ত
ইউটিউব থেকে বোমা বানিয়ে বিপত্তি! মারাত্মক ভাবে আহত ৫ শিশু, ভর্তি হাসপাতালে
ইউটিউবের ভিডিও দেখে বোমা বানিয়ে ফেলল বেশ কয়েকজন শিশু। সেই বোমেই বিস্ফোরণ হওয়ায় গুরতর আহত ৫। ঘটনাটি ঘটেছে বিহারের মুজফ্ফরপুর মুন্নি কল্যাণ গ্রামে।
বোমা বিস্ফোরণে আহত ৫ শিশুকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুদে বয়স ৭ থেকে ১২ বছর বলে জানা গিয়েছে।
পা, ও মুখ অত্যন্ত খারা ভাবে পুড়ে গিয়েছে শিশুদের বলে জানা গিয়েছে। তবে সকলেই এখন বিপদমুক্ত পরিস্থিতিতে রয়েছে বলে জানা গিয়েছে। আপাতত হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে শিশুদের।
পুলিশ সূত্রের খবর, প্রথমে পুরো বিষয়টি লুকানোর চেষ্টা করেন পরিবারের লোকজন। কিন্তু পুরো ঘটনাটি পরে জানাজানি হয়ে যায়। শিশুরা দেশলাই জোগাড় করেছিল। বাজির বারুদও জোগাড় করে রেখেছিল শিশুরা।
ইউটিউব দেখেই মূলত বোমা বানানোর চেষ্টা করেন শিশুরা। একটা টর্চের মধ্যে সমস্ত বারুদ ভরে বিস্ফোরণ করানোর চেষ্টা করেন শিশুরা। আর তাতেই বিস্ফোরণ হয়ে যায়।
এ প্রসঙ্গে এসএসপি রাকেশ কুমার জানিয়েছেন, " ইউটিউবে একটি ভিডিয়ো দেখে শিশুরা গোটা বিষয়টি শিখেছিল। তারা দেশলাই কাঠি আর বাজির বারুদ জোগাড় করেছিল। অন্য কোনও বারুদ মেলেনি। সেকারণে এই বিস্ফোরণের তীব্রতা সেভাবে ছিল না। ছেলেগুলোর পা ও মুখ ঝলসে গিয়েছে। তবে সকলেই নাবালক। সেই মতোই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। "