২০২৬ সালের ১ জানুয়ারি ২% DA বৃদ্ধি সরকারি কর্মীদের? বড় ঘোষণা করতে পারে এই সরকার
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আবারও ডিএ বা মহার্ঘ ভাতা ঘোষণা করতে পারে মোদী সরকার। এখনও পর্যন্ত যা শোনা যাচ্ছে তাতে ২০২৬ সালের ১ জানুয়ারি আরও একদফা সরকারি কর্মীদের জন্য ডিএ ঘোষণা করতে পারে।

রাজ্য সরকারি কর্মীদের হতাশা বাড়ছে
রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলা এখনও সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে। ষষ্ঠ বেতন কমিশনেই এখনও বেতন পাচ্ছেন সরকারি কর্মীরা। সপ্তম বেতন কমিশনের দাবি উঠেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কবে থেকে তা কার্যকর করবে তা এখনও স্পষ্ট নয়। নতুন করে কবে ডিএ বা মহার্ঘ ভাতা ঘোষণা কবে হবে তা নিয়েও স্পষ্ট কোনও বার্তা নেই।
ডিএ ঘোষণা
এই পরিস্থিতিতেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আবারও ডিএ বা মহার্ঘ ভাতা ঘোষণা করতে পারে মোদী সরকার। এখনও পর্যন্ত যা শোনা যাচ্ছে তাতে ২০২৬ সালের ১ জানুয়ারি আরও একদফা সরকারি কর্মীদের জন্য ডিএ ঘোষণা করতে পারে। কেন্দ্রীয় সরকার যদি ডিএ ঘোষণা করে তাহলে রাজ্য সরকারি কর্মীদের থেকে ডিএ-র ফারাক অনেকটাই বেড়ে যাবে।
৫৮% ডিএ
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৮% ডিএ পাচ্ছেন। নতুন বছরের প্রথম দিনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য যদি নূন্যতম ২% ডিএ ঘোষণা করা হয় তাহলে তারা ৬০% হারে ডিএ পাবেন। কেন্দ্রীয় সরকার যদি ১ জানুয়াররি ডিএ ঘোষণা করে তাহলে দেশের ১ কোটি সরকারি ও অবসরপ্রাপ্ত কর্মী উপকৃত হবেন।
রাজ্যের সঙ্গে কেন্দ্রের ডিএ-র ফারাক
বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা ১৮% হারে ডিএ পান। রাজ্য সরকারি কর্মীদের শেষবার ডিএ বেড়েছিল বাজেট অধিবেশনের সময়। বর্তমানে কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ডিএর ফারাক এসে দাঁড়িয়েছে প্রায় ৪০ শতাংশ। কেন্দ্রীয় সরকার যদি আরও ২ শতাংশ ডিএ বৃদ্ধি করে তাহলে ফারাক দাঁড়াবে ৪২ শতাংশ।
কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি
কেন্দ্রীয় সরকার বছরে দুইবার নিয়ম করে সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধি করে। একবার জানুয়ারি অন্যটা জুলাই মাসে। বর্তমান বাজার মূল্যের ওপর ভিত্তি করেই ডিএ বৃদ্ধি করা হয়। তাই এবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়লে তারা রাজ্য সরকারি কর্মীদের থেকে অনেকটাই এগিয়ে যাবে।

