- Home
- India News
- Dearness Allowance: জুন মাসেই হাতে আসবে মহার্ঘ ভাতা-র অর্থ! কবে থেকে কত টাকা ঢুকবে অ্যাকাউন্টে জানুন বিস্তারিত
Dearness Allowance: জুন মাসেই হাতে আসবে মহার্ঘ ভাতা-র অর্থ! কবে থেকে কত টাকা ঢুকবে অ্যাকাউন্টে জানুন বিস্তারিত
সরকারি কর্মচারীরা জুন মাসে বর্ধিত মহার্ঘ ভাতা এবং সমস্ত বকেয়া পাবেন। রাজ্যের প্রায় সাড়ে সাত লক্ষ কর্মচারী ৫৫% ডিএ পাবেন। বকেয়া ভাতা-সহ সব টাকাই পাবেন কর্মীরা।

অর্থ বিভাগের জারি করা নির্দেশিকা অনুসারে এবার জুলাই মাসেই মহার্ঘ ভাতা পাবেন কর্মীরা। সেই সঙ্গে মিলবে সমস্ত বকেয়াও।
দীর্ঘদিন ধরে করা অপেক্ষার অবসান ঘটিয়ে শেষ মেষ সরকারি ভাবে ঘোষণা করা হল যে বকেয়া সমস্ত মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হবে। জুন মাসেই কর্মীদের হাতে আসবে সেই টাকা।
রাজ্যের প্রায় সাড়ে সাত লক্ষ সরকারি কর্মচারী এর সুবিধা পাবেন। এখন কর্মচারীরা ৫৫% ডিএ পাবেন।
সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, ১ জুলাই ২০২৪ থেকে ৩০ এপ্রিল ২০২৫ পর্যন্ত বকেয়া অর্থ যথাক্রমে জুন থেকে শুরু করে অক্টোবর পর্যন্ত ৫ মাসে পাঁচটি সমান কিস্তিতে পরিশোধ করা হবে।
রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সমান ৫৫% ডিএ পাবেন।
অর্থাৎ, এখন রাজ্যের কর্মচারীরা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমান ডিএ পাবেন। বর্ধিত ডিএ পরিমাণ বকেয়া হিসেবে গৃহীত হবে।
এই পরিমাণ পাঁচটি সমান কিস্তিতে দেওয়া হবে। প্রথম কিস্তি ২০২৫ সালের জুন মাসে পাওয়া যাবে।
এতে রাজ্য সরকারি কর্মীদের একবারে বিশাল অঙ্কের অর্থ প্রদানের মাধ্যমে স্বস্তি পাওয়া যাবে।
আর যদি রাজ্য সরকারি কর্মচারী ০১ জুলাই ২০২৪ থেকে ৩১ মে ২০২৫ সময়কালের মধ্যে অবসর গ্রহণ বা মৃত্যুবরণ করেন, তাহলে তাদের বকেয়া অর্থ তার মনোনীত সদস্যকে এককালীনভাবে প্রদান করা হবে।
মধ্যপ্রদেশের সরকারি কর্মচারীদের জন্য রয়েছে এই সুখবর। মুখ্যমন্ত্রী মোহন যাদব মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন।
এখন কর্মচারীরা ৫৫% ডিএ পাবেন। রাজ্যের প্রায় সাড়ে সাত লক্ষ সরকারি কর্মচারী এর সুবিধা পাবেন।
কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেন। জানানো হয় মন্ত্রিসভাও এই প্রস্তাব অনুমোদন করেছে। এবার এই বিষয়ে পাকাপাকিভাবে অর্থ বিভাগ নির্দেশিকা জারি করল।

