দীর্ঘ নয় মাস মাস মহাকাশে কাটিয়ে অবশেষে পৃথিবীর মাটিতে প্রত্যাবর্তন করেছেন ভারতীয় কন্য সুনীতা উইলিয়ামস। তাঁদের নিরাপদে পৃথিবীতে ফেরার পরই নিজের এক্স হ্যান্ডেলে Sunita Williams এবং Butch Wilmore-কে অভিনন্দন ও শুভেচ্ছাবার্তা জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক 

নয়াদিল্লি: দীর্ঘ নয় মাস মাস মহাকাশে কাটিয়ে অবশেষে পৃথিবীর মাটিতে প্রত্যাবর্তন করেছেন ভারতীয় কন্য সুনীতা উইলিয়ামস। তাঁদের নিরাপদে পৃথিবীতে ফেরার পরই নিজের এক্স হ্যান্ডেলে Sunita Williams এবং Butch Wilmore-কে অভিনন্দন ও শুভেচ্ছাবার্তা জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)।

বুধবার এক্স হ্যান্ডেলে সুনীতাদের সুস্থতা কামনা করে NASA-র টিমকে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, ''নাসার ক্রু ৯-এর পৃথিবীতে নিরাপদ প্রত্যাবর্তনে আমি আনন্দিত! ভারতের কন্যা সুনীতা উইলিয়ামস এবং অন্যান্য নভোচররা মহাকাশে মানুষের ধৈর্য এবং অধ্যবসায়ের ইতিহাস পুনর্লিখন করলেন।''

সুনীতাদের পৃথিবীতে ফিরে আসার খবরে উচ্ছাস প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু (Cm Chandrababu Naidu) এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং বাচ উইলমোরকে নিরাপদে পৃথিবীতে ফিরে আসতে দেখে খুশি হলাম। তাঁদের প্রত্যাবর্তন অনুকরণীয় মানবিক দৃঢ়তা এবং দলবদ্ধতার প্রতিফলন। যারা এটি সম্ভব করেছেন তাঁদের সকলকে আমি সাধুবাদ জানাই। এবং মহাকাশচারীদের তাঁদের শক্তি এবং অধ্যবসায়ের জন্য অভিনন্দন জানাই। তাদের সুস্বাস্থ্য কামনা করছি!''

মহাকাশচারী সুনীতাদের ফিরে আসার খবরে শুধু রাজনৈতিক ব্যক্তিত্বরাই নয়, উচ্ছ্বাস প্রকাশ করেছেন মিস ওয়ার্ল্ড মানুশি ছিল্লার (Miss World Manushi Chhillar)। বলেন, ''সুনীতা উইলিয়ামসের মতো নারীদের আমি সবসময় সম্মানের চোখে দেখি। এই ধরনের মুহূর্তগুলি মানবতাকে সংজ্ঞায়িত করে! আমরা যখন আমাদের গবেষণা এবং প্রযুক্তিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করি, তখন কঠিন সময়ে আমাদের স্থিতিস্থাপকতা আমাদের সংজ্ঞায়িত করে। Sunita Williams-এর মতো নারীদের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল। পৃথিবীতে স্বাগতম তাঁদের।''

অন্যদিকে, ২৮৬ দিন মহাকাশে থাকার পর সুনিতা উইলিয়ামসের পৃথিবীতে ফিরে আসা নিয়ে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তাঁর কাজিন ফাল্গুনী পাণ্ডে বলেন, ''নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়ামস খুব তাড়াতাড়ি ভারত সফরে আসতে পারেন। আমরা পুরো পরিবার মিলে কোথাও একটা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছি।

উল্লেখ্য, মহাকাশে ৯ মাস থাকার পর পৃথিবীতে ফিরলেও এক্ষুণি নিজের বাড়িতে ফিরতে পারবেন না সুনীতারা। কারণ, পৃথিবীর মাধ্যকর্ষণ শক্তির সঙ্গে মানিয়ে নিতে তাঁদের কিছুটা সময় লাগবে। এই মুহুর্তে ৪৫ দিন অন্তত তাঁদের নাসার বিশেষ বিশ্রামাগারে থাকতে হবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।