Delhi Blast and Islamabad Attacks News: রাজধানী দিল্লির লালকেল্লা চত্বরে বিস্ফোরণ। মঙ্গলবার ইসলামাবাদের আদালতে বিস্ফোরণ। দুটি ঘটনার নেপথ্যে পাক সেনার মদতপুষ্ট জঙ্গিদের হাত? জানুন বিস্তারিত…
Delhi Blast and Islamabad Attacks News: সোমবার সন্ধ্যায় তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের এক নম্বর গেট। ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১০ জন। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ২৪ জন। এদিকে সোমবার দিল্লিতে হামলার মাত্র ১৮ ঘন্টার মধ্যেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি আদালতে আত্মঘাতী হামলার ঘটনা ঘটে।
ইসলামাবাদে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্য়া কত?
সেই ঘটনায় প্রাণ হারান ১২ জন। নিহতদের মধ্যে অধিকাংশই আদালতের কর্মী এবং আইনজীবীরা ছিলেন। গত দুই দিনের দুই দেশের এই বিস্ফোরণের ঘটনায় প্রকাশ্যে এলো বিস্ফোরক তথ্য। এই বিষয়ে এক পাকিস্তানি সাংবাদিক দাবি করেছেন যে, দিল্লি ও ইসলামাবাদের সাম্প্রতিক হামলা পরিচালনা করেছে পাকিস্তান সেনাবাহিনীর ‘সম্পদ’ হিসেবে পরিচিত জঙ্গিরা। সূত্র উল্লেখ করে এই তথ্য দ্রুত প্রকাশের আহ্বান জানানো হয়েছে।
বিষয়টি নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে ওই পাক সাংবাদিক আরও দাবি করে বলেছেন যে, ''দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়, যতক্ষণ না পাকিস্তানের জেনারেলরা দেশীয় ও বিদেশ নীতির হাতিয়ার হিসেবে ইসলামি সন্ত্রাসবাদকে ব্যবহার বন্ধ করছে।''
যদিও কেন এই হামলার ঘটনা? সোশ্য়াল মিডিয়ায় প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে যে, ‘’পাকিস্তানের অ-ইসলামি আইনে যে সব বিচারক, আইনজীবী ও কর্মকর্তা রায় দেন, তাঁদের নিশানা করা হয়েছে। পাকিস্তানে ‘শরিয়া আইন’ কার্যকর না করা হলে আরও হামলা চালানো হবে।''
প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে পাকিস্তানের রাজধানী শহরের জি-১১ এলাকায় জেলা ও দায়রা আদালত ভবনের বাইরে ওই বিস্ফোরণে ১২ জনের মৃত্যু হয়েছে। জখম অন্তত ৩৬ জন। তাঁদের মধ্যে কয়েক জনের আঘাত গুরুতর। ঘটনার পরই সরাসরি ভারতের ঘাড়ে দোষ চাপিয়েছেন খোদ সেদেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আর তার মধ্যেই প্রকাশ্যে এলো ইসলামাবাদে আত্মঘাতী হামলার বিস্ফোরক স্বীকারোক্তি।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে


