
Delhi Blast : ইমাম রুপে 'শয়তান'! গ্রেফতার হতেই পরিবারের দাবি ইশতিয়াক 'নির্দোষ'! দেখুন
Delhi Blast Investigation : নুহে আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের ইমাম গ্রেপ্তার ঘটনায় নতুন বিতর্ক। পরিবারের দাবি, অস্ত্র উদ্ধার মামলায় ইমাম ইশতিয়াক নির্দোষ এবং অভিযোগ মিথ্যা। নুহ পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে।
Delhi Blast Investigation : হরিয়ানার নুহ জেলায় আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের মসজিদের ইমাম মহম্মদ ইশতিয়াককে পুলিশ গ্রেপ্তার করেছে। ইশতিয়াকের ভাই মোহাম্মদ শাহবাদ দাবি করেছেন যে ইশতিয়াক গত ২০ বছর ধরে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ধর্মীয় কাজেই যুক্ত ছিলেন। শাহবাদের অভিযোগ, তাদের ভাইকে ভুলভাবে অভিযুক্ত করা হয়েছে।
তাদের বক্তব্য অনুযায়ী, ইশতিয়াক ফতেহপুর এলাকায় একটি ঘর ভাড়া নিয়েছিলেন এবং একটি ঘর ডাঃ মুজাম্মিল নামে এক ব্যক্তির কাছে ভাড়া দেওয়া হয়। পরে সেই ঘর থেকেই অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হওয়ার ঘটনা সামনে আসে। তবে পরিবারের দাবি, উদ্ধার হওয়া অস্ত্রের সঙ্গে ইশতিয়াকের কোনও সম্পর্ক নেই এবং এটি পুরোপুরি মিথ্যা মামলা।
এদিকে পুলিশ ঘটনাটি নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাচ্ছে।