- Home
- India News
- মুজাম্মিলের ১৩ নম্বর ঘরেই উমরদের দিল্লি হামলার ছক! নজরে ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়
মুজাম্মিলের ১৩ নম্বর ঘরেই উমরদের দিল্লি হামলার ছক! নজরে ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়
দিল্লির লালকেল্লা বিস্ফোরণের পরই নজরে ফরিদাবাদের আল ফালাহা বিশ্ববিদ্যালয়। দিল্লির লালকেল্লা থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরে রয়েছে এই বিশ্ববিদ্যালয়। তদন্তকারীদের প্রাথমিক অনুমান এই বিশ্ববিদ্যালয়ের মধ্যেই তৈরি হয়েছিল হামলার নীল নকশা।

নজরে আল ফালাহ বিশ্ববিদ্যালয়
দিল্লির লালকেল্লা বিস্ফোরণের পরই নজরে ফরিদাবাদের আল ফালাহা বিশ্ববিদ্যালয়। দিল্লির লালকেল্লা থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরে রয়েছে এই বিশ্ববিদ্যালয়। তদন্তকারীদের প্রাথমিক অনুমান এই বিশ্ববিদ্যালয়ের মধ্যেই তৈরি হয়েছিল হামলার নীল নকশা। তদন্ত এই বিশ্ববিদ্যালয়ের ৪ জন কর্মরত চিকিৎসককে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে। যাতে এই বিশ্ববিদ্যালয়ের দিকেই নজর পড়ছে তদন্তকারীরা।
জইশ যোগ
তদন্তকারীদের হাতে আসা তথ্য অনুযায়ী হামলাকারী ও ধৃতদের সঙ্গে পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের যোগ রয়েছে। মুজাম্মিল থেকে উমর - প্রত্যেকেরই এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত। বিশ্ববিদ্যালয় সূত্রে পাওয়া খবরে জানা যাচ্ছে এই প্রতিষ্ঠানটি আরবের একাধিক দেশ থেকে ফান্ড পায়। আবর দেশগুলিরে সঙ্গে যোগাযোগও রয়েছে।
চার জন
প্রাথমিক তদন্তে নেমে তদন্তকারীদের হাতে যে তথ্য এসেছে তা হল লালকেল্লায় বিস্ফোরণে ঘাতক গাড়ির চালক উমর মহম্মদ এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত। ধৃত তিন জন চিকিৎসক মুজাম্মিল শাকিল, আদিল রাথের, শহিদ সাইদও বিশ্ববিদ্যালয়ের সদস্য। তিন জনই রয়েছে পুলিশের হেফাজতে। তদন্তকারীদের গাতে আসা প্রথমিক তথ্য় অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে বসেই হামলার পরিকল্পনা করেছে জঙ্গিরা।
আল ফালহা বিশ্ববিদ্যালয়
৭০ একর জমির নিয়ে বিস্তৃত আল ফালহা বিশ্ববিদ্যালয়। দিল্লি-হরিয়ানা সীমান্ত থেকে ২৭ কিলোমিটার দূরে। এই বিশ্ববিদ্যালয়ের একটি প্রাঙ্গনে বসেই হামলার ছক তৈরি করেছিল জঙ্গিরা। স্থানীয় সূত্রে পাওয়া খবরে জানা যাচ্ছে বিশ্ববিদ্য়ালয়ের ১৭ নম্বর ভবনই ছিল জঙ্গিদের আস্তানা। ভবনের ১৩ নম্বর ঘরটি ছিল মুজাম্মিলের। সেখানেই যাবতীয় পরিকল্পনা করা হয়েছিল। বর্তমানে ঘরটি সিল করেছে তদন্তকারীরা।
ঘর থেকে উদ্ধার
তদন্তকারী সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে ঘর থেকে উদ্ধার হয়েছে একাধিক ইলেকট্রনিক ডিভাইস, পেনড্রাইভ,। কোড ওয়ার্ড ও এনক্রিপ্টেড বার্তা ভরা দুটি ডায়েরিও পাওয়া গেছে। সেখানে 'অপারেশন'শব্দটি বারবার উল্লেখ করা হয়েছে।
মুজাম্মিলের ঘরের কাছেই পরীক্ষাগার
তদন্তে নেমে তদন্তকারীরা দেখেছেন, মুজাম্মিলের ১৩ নম্বর ঘরের কাছেই রয়েছে বিশ্ববিদ্যালয়ের একটি পরীক্ষাগার। মাত্র কয়েক মিটারের দূরত্ব। তাই তদন্তকারীদের অনুমান, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগার থেকে বোমা তৈরির জন্য রাসায়নিক পাচারের পরিকল্পনা ছিল। ফরেনসিক বিশেষজ্ঞরা ইতিমধ্যেই সেই ঘর আর বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকে রাসায়নিক অবশিষ্টাংশ ও ডিজিটাল ডেটা পেয়েছেন।

