- Home
- India News
- ৩৩ বছর পরে বাবরি ধ্বংসের প্রতিষোধ! দিল্লিতে ৬ ডিসেম্বর ৬টি হামলার পরিকল্পনা উমর-মুজাম্মিলদের
৩৩ বছর পরে বাবরি ধ্বংসের প্রতিষোধ! দিল্লিতে ৬ ডিসেম্বর ৬টি হামলার পরিকল্পনা উমর-মুজাম্মিলদের
তদন্তকারীদের সূত্রে পাওয়া খবর ১৯৯২ সালে ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের প্রতিশোধ নিতেই এই হামলার পরিকল্পনা করছিল। ৬ ডিসেম্বর হামলার ব্লু প্রিন্টও তৈরি করে ফেলেছিল ডাক্তারদের মডিউল।

দিল্লি বিস্ফোরণের তদন্ত
দিল্লি বিস্ফোরণের তদন্ত যত এগিয়ে যাচ্ছে ততই হাড়হিম করা তথ্য আসছে তদন্তকারীদের হাতে। এখনও হামলার দায় না নিলেও এই বিস্ফোরণের পিছনে জইশ-ই-মহম্মদের হাত রয়েছে বলে তদন্তকারীদের হাতে স্পষ্ট প্রমাণ রয়েছে। তদন্তকারীদের সূত্রে পাওয়া খবর ১৯৯২ সালে ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের প্রতিশোধ নিতেই এই হামলার পরিকল্পনা করছিল। ৬ ডিসেম্বর হামলার ব্লু প্রিন্টও তৈরি করে ফেলেছিল ডাক্তারদের মডিউল।
৬ ডিসেম্বর হামলার পরিকল্পনা!
তদন্তকারীদের সূত্রের খবর, বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পরে তারই সেই ঘটনার প্রতিশোধ নিতে ৬ ডিসেম্বর হামলার পরিকল্পনা নিয়েছিল ডাক্তারদের মডিউল। তেমনই বলছে তদন্তকারীরা। তদন্তকারী সূত্রের খবর, দিল্লি-এনআরসি এলাকায় প্রায় ৬টি জায়গায় হামলার পরিকল্পনা করেছিল চিকিৎসকদের মডিউল। গোয়েন্দা সূত্রের খবর, সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করে তারা জানতে পেরেছে, জাতীয় রাজধানী ও সংলগ্ন এলাকায় ধারাবাহিক বিস্ফোরণের ব্লুপ্রিন্ট তৈরি করেছিল।
সন্ত্রাসবাদীদের ৫টি পরিকল্পনা
তদন্তকারীরা জঙ্গিদের পাঁচটি পরিকল্পনার কথাও জানতে পেরেছে। সেগুলি হল-
১ম ধাপ- জইশ-ই-মহম্মদ ও আনসার গাজওয়াত -উল-হিন্দের সঙ্গে যুক্ত জঙ্গিদের একটি মডিউল তৈরি করা।
২য় ধাপ-হরিয়ানার নুহ ও গুরুগ্রাম থেকে ইম্প্রোভাইড এক্সপ্লোসিভ ডিভাইস বা IED একত্রিত করা। গোলাবারুদ ও কাঁচামাল সংগ্রহ করা।
৩য় ধাপ - প্রাণঘাতী হামলার জন্য রাসায়নিক আইইডি ও সম্ভাব্য হামলার স্থানগুলি চিহ্নিত করা।
৪র্থ পর্যায়- মডিউলের সদস্যদের মধ্যে বোমা ও বিস্ফোরকগুলি বিতরণ করা।
৫ম ধাপ- চূড়ান্ত পর্যায় গিয়ে দিল্লির ৬-৭টি স্থানে একই দিনে পরপর বিস্ফোরণ ঘটানো।
অগাস্টেই হামলা!
ধৃতদের জেরা করে তদন্তকারীরা আরও বেশ কিছু তথ্য পেয়েছে, সেগুলি হল ডাক্তারদের এই মডিউল প্রথমে অগস্ট মাসে বিশেষ করে ১৫ অগস্ট হামলার পরিকল্পনা করেছিল। কিন্তু সবকিছু গুছিয়ে উঠতে না পারায় হামলার দিন পিছিয়ে দেওয়া হয়। সেই সময়ই হামলার দিল ৬ ডিসেম্বর নির্ধারণ করা হয়। যা বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকী।
জইশের হুমকি
বছরের পর বছর ধরেই পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ বাবরি মসজিদ ধ্বংসের প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে আসছেষ। এই বিষয়ে অযোধ্যার রামমন্দিরকে টার্গেট করার আবেদনও জানিয়েছে এই দেশের সংখ্যালঘুদের কাছে। তাতেই তদন্তকারীদের অনুমান ৬ ডিসেম্বরই বড় হামলার পরিকল্পনা ছিল ডাক্তারদের মডিউলের।

