সংক্ষিপ্ত

মদনীতি দুর্নীতিকাণ্ডে জেলবন্দি দিল্লির উপমুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা মণীশ সিসোদিয়া ও স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনি মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন। মুখ্যমন্ত্রী কেজরিওয়াল তাঁর মন্ত্রিসভার দুই গুরুত্বপূর্ণ মন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন

মদনীতি দুর্নীতিকাণ্ডে জেলবন্দি দিল্লির উপমুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা মণীশ সিসোদিয়া পদত্যাগ করছেন। অন্যদিকে আর্থিক তছরুপ মামলায় তিহারজেলে বন্দি স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনি মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন। মুখ্যমন্ত্রী কেজরিওয়াল তাঁর মন্ত্রিসভার দুই গুরুত্বপূর্ণ মন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। আগেই আর্থিক তছরুপ মামলায় গ্রেফতার করা হয়েছিল সত্যেন্দ্র জৈনকে। সোমবার সিবিআই দফতর থেকেই গ্রেফতার করা হয়েছিল উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে। সিবিআই-এর অভিযোগ ছিল তদন্তে দুই মন্ত্রী তদন্ত সহযোগিতা করছেন না। সেই কারণেই তাঁদের গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে জামিনের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সিসোদিয়া। তাঁর জামিনের আবেদন শীর্ষ আদালত শুনবে বলেও জানিয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে তাঁদের মন্ত্রিসভা থেকে পদত্যাগ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেও মনে করছে ওয়াকিবহাল মহল।

 

আপ প্রধান দুই মন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করলেও বিজেপিতে নিশানা করলেও বিজেপিকে নিশানা করেছে দিল্লির শাসকদল। আপের কথায় বিজেপি হচ্ছে এই জমানায় সবথেকে ভাল ওয়াশিং মেশিন পার্টি। আপ এদিনই তাদের টুইটার হ্যান্ডেলে একটি তালিকা দিয়েছে যেখানে রয়েছে দলবদলু আপ নেতাদের নাম। আম আদমি পার্টির দাবি সংশ্লিষ্ট ও প্রাক্তন আপ নেতারা দল ছেড়ে বিজেপিতে যোগগানের আগে তাদের নামে কী কী মামলা ছিল তারও তালিকা প্রকাশ করেছে। আপ-এর অভিযোগ বিজেপিতে যোগদানের পর থেকেই তাদের নামে দায়ের হওয়া সমস্ত মামলা প্রত্যাহার করা হয়েছে বা তদন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। আপ দাবি করেছে ভারতের শাসকদল 'পাপীদের প্রিয় ওয়াশিং মেশিন।' বা 'ভাজপা ওয়াশিং মেশিন' বলেও কটাক্ষ করা হয়েছে। গত বছনই মদ দুর্নীতিকাণ্ডে সিসোদিয়া অভিযোগ করেছিলেন কয়েক জন বিধায়ক নিয়ে তাঁকেও বিজেপিতে যোগদানের প্রস্তাব দেওয়া হয়েছে। আর তিনি তা মেনে নিলে তার বিরুদ্ধে ওঠা সমস্ত মামলা খারিজ করে দেওয়া হবে। যদিও বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিয়েছিল।

অন্যদিকে বিজেপি দাবি আবগারি নীতি মামলায় তদন্তকারীরা দ্রুত মাস্টারমাইন্ড পর্যন্ত পৌঁছে যাবে। বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি সুপ্রিম কোর্টে মণীশ সিসোদিয়ার জামিনের আবেদন প্রত্যাখ্যান হওয়ার পরে বলেন ,' সত্যমেব জয়তে... সুপ্রিম কোর্ট থেকে কখনই ত্রাণ পাওয়া যাবে না। মদমন্ত্রী সমস্ত গোপনীয়তা প্রকাশ করবেন। তদন্তকারীদের মাস্টারমাইন্ড পর্যন্ত নিয়ে যাবেন। ' টুইট করে তিনি এই কটাক্ষ করেন।

সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি পিএস নরসিমার সমন্বয় গঠিত বেঞ্চ বলেছে, 'আমরা এই পর্যায়ে ৩২ ধারার অধীনে আবেদনটি গ্রহণ করতে আগ্রহী নই।'