সংক্ষিপ্ত
আরজি কর হাসপাতাল কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করেছেন নির্ভয়ার মা। তিনি অভিযোগ করেছেন যে মুখ্যমন্ত্রী পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছেন এবং দায়িত্ব পালনে অক্ষম।
দায়িত্ব পালনে ব্যার্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি কর হাসপাতাল কাণ্ডে পরিস্থিতি সামাল দিতে ব্যার্থ হয়েছেন। ২০১২ সালে দিল্লির গণধর্ষণের শিকার নির্ভয়ার মা শনিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পদত্যাগের দাবি করেন। পাশাপাশি আরজি কর হাসপাতালের ঘটনার কড়া প্রতিক্রিয়া জানান।
সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে নির্ভয়ার মা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় অভিযুক্তদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর ক্ষমতা প্রয়োগ করে ব্যবস্থা নেওয়ার বদলে নিজে প্রতিবাদে নেমে জনতার দৃষ্টি ঘোরাতে চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন। মমতার কড়া সমালোচনা করে নির্ভয়ার মা আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে করলে প্রশাসনকে ব্যবহার করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে পারতেন। কিন্তু তিনি তা না করে মূল ইস্যুতে থেকে নজর ঘোরাতেই ব্যস্ত রয়েছে। রাজ্য প্রশাসনের শীর্ষ ব্যক্তি হিসেবে তাঁর কাছ থেকে কঠিন পদক্ষেপ আশা করা হয়েছিল। কিন্তু এই ঘটনায় তিনি তাঁর দায়িত্ব পালনে ব্যর্থ হন। তাঁর পদত্যাগ করা উচিৎ বলেও দাবি করেন নির্ভয়ার মা।
নির্ভয়ার মা আবারও ধর্ষণের বিচার প্রক্রিয়া নিয়ে উষ্মা প্রকাশ করেন। তিনি বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার ধর্ষণের বিচার ব্যবস্থা দ্রুত করবে ততদিন দেশের বিভিন্ন অংশে প্রতিদিন এই ধরনের নারকীয় ঘটনা ঘটতেই থাকবে। তাঁক কথায় কলকাতার মেডিক্যাল কলেজের মত জায়গায় মেয়েরা নিরাপদ নয়। তখন দেশের মেয়েদের নিরাপত্তা কোথায় এসে দাঁড়িয়েছে তাও চিন্তা করার প্রয়োজন রয়েছে।
যদিও কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজি কর-কাণ্ডের তদন্ত করছে সিবিআই। ইতিমধ্যেই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে দফায় দফায় জেরা করছে। নিহতের বাড়িতেও গিয়েছে। একজন মাত্র ধৃত সঞ্জয় রায়কেও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।