সংক্ষিপ্ত

স্বাধীনতা দিবসের (Independence Day) ঠিক আগেই দিল্লী (Delhi) থেকে গ্রেফতার ইসলামিক স্টেট (আইএস)-এর জঙ্গি। দিল্লী পুলিশের স্পেশাল টিমের হাতে গ্রেফতার হল ঐ জঙ্গি।

স্বাধীনতা দিবসের (Independence Day) ঠিক আগেই দিল্লী (Delhi) থেকে গ্রেফতার ইসলামিক স্টেট (আইএস)-এর জঙ্গি। দিল্লী পুলিশের স্পেশাল টিমের হাতে গ্রেফতার হল ঐ জঙ্গি।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ধৃত জঙ্গির নাম হল রিজওয়ান। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-এর ‘ওয়ান্টেড’ তালিকাতেও রিজওয়ানের নাম ছিল। জানা যাচ্ছে, শুক্রবার এই আইএস জঙ্গিকে দিল্লীর দরিয়াগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার মাথার দাম ছিল প্রায় ৩ লক্ষ টাকা।

পুনে আইএস মডিউলের হয়ে কাজ করতে সে। এই মডিউলের বেশকিছু জঙ্গিকে ইতিমধ্যেই পুনে পুলিশ এবং এনআইএ গ্রেফতার করেছে। তবে রিজওয়ান বারবার অবস্থান বদলানোর ফলে, তাঁর নাগাল কিছুতেই পাচ্ছিল না এনআইএ এবং পুলিশ।

অনেকদিন ধরেই তাঁর গতিবিধির উপর নজর রাখছিলেন গোয়েন্দারা। খবর আসে যে, দরিয়াগঞ্জে আত্মগোপন করে আছেন রিজওয়ান। আর তারপরই শুক্রবার, সেখানে তল্লাশি চালিয়ে এই আইএস জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ। দিল্লীতে বেশকিছু এলাকায় সে বিস্ফোরণের ছক কষছিল বলে দাবি করেছে পুলিশ।

স্বাধীনতা দিবসের আগে ‘ওয়ান্টেড’ এই জঙ্গিকে গ্রেফতার করে নাশকতার ছক বানচাল করে দিল দিল্লী পুলিশ। পুনে মডিউলের সঙ্গে আর কোনও জঙ্গি ভারতের রাজধানীতে আত্মগোপন করে আছে কি না, ধৃত জঙ্গিকে জেরা করে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, দিল্লীর বেশকিছু এলাকায় আইইডির পরীক্ষা করেছিল ধৃত জঙ্গি। ফলে, স্বাধীনতা দিবসে বড় ধরনের কোনও নাশকতার ছক কষছিল বলেই মনে করছে পুলিশ।

সবমিলিয়ে, ১৫ অগাস্টের আগেই সেই জঙ্গিকে গ্রেফতার করে ফেলল দিল্লী পুলিশ। জঙ্গি দমনে এটি একটি বড় সাফল্য বলেই মনে করছেন বিশেষজ্ঞমহল। গোপন সূত্রে খবর পেয়ে, অভিযান চালিয়ে দিল্লী পুলিশের স্পেশাল টিম গ্রেফতার করল ইসলামিক স্টেট (আইএস)-এর জঙ্গি রিজওয়ানকে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।