সংক্ষিপ্ত

দিল্লি পুলিশ জাতীয় রাজধানীর কেন্দ্রস্থল কনট প্লেসের হনুমান মন্দিরের কাছে সন্দেহভাজন চার জঙ্গির পোস্টার লাগিয়েছে। এছাড়াও আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে লাগানো হয়েছে পোস্টার। দিল্লি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জঙ্গিদের সম্পর্কে তথ্য ও খোঁজখবর দিলে সংশ্লিষ্ট ব্যক্তিকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি ওই ব্যক্তি ও তার পরিচয়ও গোপন রাখা হবে। 

প্রজাতন্ত্র দিবসের (Republic Day 2022 ) নাশকতার ছক কষছে জঙ্গিরা(Terrorist)। বেশ কয়েকদিন আগেই গোয়েন্দা সূত্রে তেমনই খবর ছিল।  সূত্রের খবর অনুযায়ী জঙ্গিদের নিশানায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে জঙ্গিরা হামলা চালাতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে। পাশাপাশি জনবহুল স্থানগুলিও জঙ্গিদের নিশানা হতে পারে- তেমনই বলা হয়েছিল গোয়ান্দা রিপোর্টে।  এই অবস্থায় দাঁড়িয়ে গোটা দেশেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু পথের কাঁটা হয়ে দাঁড়িয়ে রয়েছে চার আল-কায়দা (Al-Qaeda)জঙ্গি। দিল্লি পুলিশের (Delhi Police) কথায় চার জনেরই সুন্নি ইসলামি সংগঠন আল-কায়দার সঙ্গে সম্পর্ক রয়েছে। চার জনের সন্ধানে পোস্টার হাতে হন্যে হয়ে খোঁজ খবর করছে দিল্লি পুলিশ।

দিল্লি পুলিশ জাতীয় রাজধানীর কেন্দ্রস্থল কনট প্লেসের হনুমান মন্দিরের কাছে সন্দেহভাজন চার জঙ্গির পোস্টার লাগিয়েছে। এছাড়াও আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে লাগানো হয়েছে পোস্টার। দিল্লি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জঙ্গিদের সম্পর্কে তথ্য ও খোঁজখবর দিলে সংশ্লিষ্ট ব্যক্তিকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি ওই ব্যক্তি ও তার পরিচয়ও গোপন রাখা হবে। 

দিল্লি পুলিশ জানিয়েছে, সাধারণতন্ত্র দিবসের আগে ও পরে নিরাপত্তা বাড়ানোর জন্য রাজধানীর ৩০টি জায়গায় ফেসিয়ান রিকগনিশন সিস্টেম ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। যার মধ্যে ৬টি লাগান হয়েছে দিল্লির প্রবেশ পথে। এফআরএস-এর কাছে প্রায় ৫০ হাজার সন্দেহভাজন অপরাধীর ডেটাবেস রয়েছে। 

দিল্লি পুলিশ ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নেওয়া ব্যক্তিদের জন্য নির্দেশিকা জারি করেছে। বলা হয়েছে, সাধারণতন্ত্র দিবসের প্যারেডের দর্শকদের জন্য দুটি করোনা-টিকার ডোজ বাধ্যতামূলক। টিকার শংসাপত্রি নিয়ে প্রবেশ করতে হবে। ১৫ বছরের কম বয়সীদের প্যারেডে দর্শক হিসেবে উপস্থিত হওয়ার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অনুষ্ঠানে যারা উপস্থিত হবে তাদের নিরাপত্তা পরীক্ষায় সহযোগিতা করার জন্য আহ্বন জানান হয়েছে। এন্ট্রিপাসের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির ব্যক্তিগত পরিচয়পত্র যেমন আধারকার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স দেখাতে হবে। 

যদিও সবরকম নাশকতা এড়াতে যথেষ্ট তৎপর দিল্লি পুলিশ ও কোন্দ্রীয় প্রশাসন। সন্ত্রাস বিধোরী ব্যবস্থা কার্যকর করার জন্য প্রায় ২৭০০০ কর্মী মোতায়েন থাকবে। ৬৫ কোম্পানি সিআরপিএফ থাকছেন বলেও জানিয়েছে দিল্লি পুলিশের প্রধান রাকেশ আস্থানা। প্রজাতন্ত্র দিবসের প্যারেড শুরু হবে সকাল ১০টা ২০ মিনিটে। 
Viral Video: গোর্খা সেনার কুকরি নিয়ে নাচ, প্রজাতন্ত্র দিবসের প্রাককালে ভাইরাল

Republic day 2022: প্রজাতন্ত্র দিবসে বিশেষ চমক, পুরনো আমলের পোশাক রাইফেল হাতে প্যারেড সেনাদের
Budget 2022: কোভিড-১৯ প্রোটোকল মেনেই বাজেট অধিশেন, বাজেট পেশ ১ ফেব্রুয়ারি