সোশ্যাল মিডিয়ায় কুকুরের এই কাণ্ডে রীতিমত চর্চায়। ভিডিওতে দেখা যাচ্ছে একটি কুকুর একটি নির্মীয়মাণ ভবনে রয়েছে। 

সারমেয় পোষ্যগুলির মত অন্যতম। প্রভু ভক্ত। কথা শোনে। প্রভুর জন্য যা কিছু সব করতে পারে - এমনকি নিজের জীবন বিপন্ন করতেও পিছ পা হয় না। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে নেটিজেনদের মন কেড়ে নিয়েছে একটি কুকুরের বিশাল ঝাঁপ।

সোশ্যাল মিডিয়ায় কুকুরের এই কাণ্ডে রীতিমত চর্চায়। ভিডিওতে দেখা যাচ্ছে একটি কুকুর একটি নির্মীয়মাণ ভবনে রয়েছে। পিলার আর ছাদ তৈরি করা হয়েছে। কিন্তু দেওয়াল তোলা হয়নি। তেমনই একটি পাঁচ তুলা বাড়িতে ঘুরছিল কুকুরটি। সেখানে থেকেই কৌতলহলবশত নিচের দিকে দেখে। তারপর সটান ঝাঁপ দেয়। সোজা নিয়ে পড়ে মাটিতে। যা দেখে আঁৎকে ওঠে নেটিজেনরা। দেখুন ভিডিওটি। যা দেখে চমকে উঠবেন আপনিও। দেখুন ভিডিওটি

Scroll to load tweet…

কুকুরটি নির্ভয়ে পাঁচ তলা উঁচু বাড়ি থেকে ঝাঁপ দিয়েছে। তারপর মাটিতে পড়ে। কিন্তু তারপরই উঠে দেদার দৌড় দেয়। কিন্তু প্রশ্ন অত উঁচু থেকে ঝাঁপ দিয়ে কিছু হল না তাতেই অবাক নেটিজেনরা।

ভিডিওটি রীতিমত জনপ্রিয় হয়েছে। ভাইরাল হয়েছে। অনেকেই অবাককরা কাণ্ড নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। অনেকেই বলছে এটা কী করে সম্ভব হল। এক ব্যবহারকারী বলেছেন, কুকুরের লাফ চিত্তাকর্ষক , কিন্তু তারপরের কাণ্ড রীতিমত অবাক করার। কারণ অত উঁচু থেকে ঝাঁপ দিয়ে একটুও আঘাত পেল না কুকুরটি।

এই ভিডিওটি প্ল্যাটফর্ম X-এ ক্রেজি ক্লিপস নামে পরিচিত একজন ব্যবহারকারী দ্বারা শেয়ার করা হয়েছে এবং ইতিমধ্যেই একটি আশ্চর্যজনক ২৫ মিলিয়ন ভিউ অর্জন করেছে৷ উপরন্তু, ভিডিওটি ব্যবহারকারীদের কাছ থেকে অনেক আকর্ষণীয় মন্তব্য পেয়েছে। অনেকেই বলেছেন, কুকুরটি নিশ্চিত পরে মারা গিয়েছে বা কয়েকটি হাড় ভেঙেছে। তবে সত্যি কি হয়েছে তা এখনও কেউ জানতে পারেনি।