কুম্ভমেলায় 'গম্বুজ শহর' যোগী সরকারের চমক! জানুন গম্বুজে থাকার সুবিধে আর খরচ-খরচা
- FB
- TW
- Linkdin
কুম্ভমেলা
আর মাত্র কয়েক দিন পরেই বসতে চলেছে মহাকুম্ভ মেলা। যার প্রস্তুতি শুরু হয়ে গেছে।
আরাইল শহরে গম্বুজ
পূর্ণ কুম্ভ উলপক্ষ্যে প্রয়াগরাজের আরাইল শহরে তৈরি হয়েছে গম্বুজ আকৃতির বিলাশবহুল হোটেল। কুম্ভ মেলায় আয়া পর্যটকদের জন্য তৈরি হয়েছে এই উন্নত মানের গম্বুজ আকৃতির বিলাশবহুল হোটেল।
গম্বুজের সংখ্যা
৪৪টি কক্ষের এই অত্যাধুনিক সুবিধের গম্বুজ শহর তৈরি হয়েছে আরাইল শহর।
খরচ
যতে খরচ হয়েছে ৫১ কোটি টাকা।
আকৃতি
গুম্বজগুলি মাটি থেকে আট মিটার উচ্চতায় আড়াই হেক্টর জমিতে তৈরি করা হয়েছে। প্রতিটি ঘর দেখতে বৃত্তের মত। যা অন্যান্য হোটেলগুলির থেকে একে আলাদা করে রেখেছে।
৩৬০ ডিগ্রি ভিউ
ডোম সিটির কক্ষ থেকে মহাকুম্ভের ৩৬০ ডিগ্রি ভিউ পাওয়া যাবে। আধুনিক সব ধরনের সুবিধে পাওয়া যাবে এই গম্বুজগুলিতে।
গম্বুজগুলিতে থাকার খরচ
এখানে এক দিনের ভাড়া ৮১ হাজার টাকা থেকে শুরু। সর্বোচ্চ ভাড়া ৯১০০০ টাকা।
সুবিধে
গম্বুজহোটেল গুলিতে ওয়াই-ফাইসুবিধে পাওয়া যাবে। এখানে ব্রেকফাস্ট থেকে শুরু করে খাবার ও রাতে বনফায়ারের মত ব্যবস্থা রাখা হয়েছে।
কাঠের কটেজ
ডোম সিটির পাশাপাশি ভক্তদের জন্য কাঠের কটেজ তৈরি করা হয়েছে। সেখানে রয়েছে ১৭২টি কাঠের কক্ষ।
কাঠের কটেজে থাকার খচর
এখানে থাকার জন্য ভক্তদের খরচ করতে হবে ৩৫০০০ টাকা। এগুলি ৪ ফুট উঁচু প্ল্যাটফর্মের ওপর তৈরি।
বুকিং পদ্ধতি
ডোম সিটি বুকিং করার জন্য মেকমাইট্রিপ এবং ইউপি ট্যুরিজম ওয়েবসাইটে যেতে হবে।
বুকিং শুরু হবে
আগামী ১৩ জানুয়ারি থেকে ২০২৫ সাল থেকে শুরু হবে বুকিং।
কারা তৈরি করেছে
এটি ইউপি পর্যটন বিভাগের সহযোগিতায় বেসরকারী সংস্থা ইভো লাইফ স্পেস দ্বারা তৈরি করা হয়েছে।
ব্যবস্থা
প্রতিটি কক্ষ বাতানুকূল হওয়ার পাশাপাশি তাতে থাকবে গরম জল ও হিটারের ব্যবস্থা। প্রতিটি ঘরে সংলগ্ন শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে।