- Home
- India News
- এবার জোড়া সুখবর প্রভিডেন্ট ফান্ড নিয়ে! একধাক্কায় ঊর্ধ্বসীমা ডাবল হল! কর্মীরা পাবেন অতিরিক্ত ৩০ হাজার!
এবার জোড়া সুখবর প্রভিডেন্ট ফান্ড নিয়ে! একধাক্কায় ঊর্ধ্বসীমা ডাবল হল! কর্মীরা পাবেন অতিরিক্ত ৩০ হাজার!
- FB
- TW
- Linkdin
বর্তমানে সপ্তম বেতন কমিশনের আওতায় ৫৩% মহার্ঘ ভাতা পাচ্ছেন কর্মীরা।
গতমাসেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সরকারি কর্মীদের জন্য ৩% DA বৃদ্ধির ঘোষণা করা হয়েছে
এবার EPF নিয়ে এল সুখবর, যার ফলে কয়েক কোটি কর্মী উপকৃত হবেন। কি সুবিধা মিলতে চলেছে?
কর্মীদের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (EPFO) ও স্বাস্থ্য নিরাপত্তার জন্য এমপ্লয়িজ স্টেট ইন্সুরেন্স কর্পোরেশন (ESIC) রয়েছে।
তবে দুই ক্ষেত্রেই মাসিক বেতনের উর্দ্ধসীমা ছিল ২১,০০০ টাকা।
এবার এই ঊর্ধ্বসীমা বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে মোদী সরকারের তরফ থেকে।
ইতিমধ্যেই বৈঠকে বসেছে দুই সংস্থার সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিরা
সূত্রমতে, ১৫,০০০ থেকে ২১,০০০ এর উচ্চসীমাকে ৩০,০০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
ফেব্রুয়ারি মাসেই বেসিক CBT এর তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।
তবে শ্রম মন্ত্রকের বেশিরভাগ সদস্যরাই ঊর্ধ্বসীমা দ্বিগুণ করার পক্ষে রয়েছে’।
জানিয়ে রাখি বর্তমানে প্রায় ৭ কোটিরও বেশি কর্মীরা EPFO স্কিমের আওতায় রয়েছেন।
তাদের বেতনের থেকে ১২% EPFO তে যায়। এবার যদি ঊর্ধ্বসীমা বাড়ানো হয় তাহলে আরো বেশি টাকা জমানো যাবে।
ফলে অবসরের সময় আরও বেশি টাকা রিটার্ন পেতে সাহায্য করবে।