
Nipah Virus: নিপায় বাঁচতে যা করণীয়, যা করবেন না। কতটা দায়ি খেজুরের রস, বাদুড়। বিশেষ প্রতিবেদন।
nipah virus: নিপা ভাইরাস অত্যন্ত মারণঘাতী। বিশেষজ্ঞরা আপাতত খেজুরের রস পান না করার পরামর্শ দিয়েছেন। বিজ্ঞানের পরিভাষায় নিপাকে বলা হয় 'জুনোটিক ভাইরাস'। করোনার মতো নিপাও একটি জুনোটিক রোগ, যা মূলত পশুর শরীর থেকে মানুষের শরীরে ছড়ায়। আক্রান্ত পশুর দেহের অবশিষ্টাংশ কিংবা মলমূত্র থেকেও সংক্রমণ ঘটতে পারে।