- Home
- India News
- দিল্লির লালকেল্লা চত্বরে বিস্ফোরণ, যাত্রী সুরক্ষায় একাধিক পদক্ষেপ তিরুবনন্তপুরম বিমানবন্দরের
দিল্লির লালকেল্লা চত্বরে বিস্ফোরণ, যাত্রী সুরক্ষায় একাধিক পদক্ষেপ তিরুবনন্তপুরম বিমানবন্দরের
Kempe Gowda International Airport: দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের এক নম্বর গেটের কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে দেশের একাধিক গুরুত্বপূর্ণ বিমানবন্দরে। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

কড়া নিরাপত্তার চাদরে মুড়ছে বিমানবন্দরগুলি
বেঙ্গালুরু’র কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর এবং তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দর মঙ্গলবার যাত্রীদের আগেভাগে বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দিয়েছে। এই বিষয়ে যাত্রী সাধারণের উদ্দেশে একটি নির্দেশিকা জারি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় দিল্লির লাল কেল্লার কাছে গাড়ি বিস্ফোরণে ১০ জনের মৃত্যু এবং বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত অন্তত ২৪ জন। ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় বিমানবন্দরে চেকিংয়ের সময় বাড়তে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ফলে কোনওরকম ঝামেলা ঝঞ্জাট এড়াতে হাতে অতিরিক্ত সময় নিয়ে যাত্রীদের বিমানবন্দরে আসার কথা জানানো হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা বিমান বন্দর কর্তৃপক্ষের
এই বিষয়ে এক্স (X) হ্যান্ডেলে পোস্ট করা এক নির্দেশিকায় বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যে, সারা দেশে বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এই পরিস্থিতিতে যাত্রীরা যেন পর্যাপ্ত সময় হাতে নিয়ে ভ্রমণের পরিকল্পনা করেন এবং নির্ধারিত সময়ের অনেক আগেই বিএলআর (BLR) বিমানবন্দরে পৌঁছান, এমন পরামর্শ দেওয়া হয়েছে বিমানবন্দর পক্ষ থেকে।
যাত্রীসাধারণের নিরাপত্তায় জোর
বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, যাত্রীরা যেন বিমান সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে ফ্লাইট সংক্রান্ত আপডেট জেনে নেন। পাশাপাশি নিরাপত্তা যাচাই ও অন্যান্য যাত্রা-সংক্রান্ত প্রক্রিয়ায় বেশি সময় লাগতে পারে বলে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বিমানবন্দরে উপস্থিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে যে কোনও ধরনের বিলম্ব এড়ানো যায়।
Advisory from Kempegowda International airport #Bengaluru:
Due to enhanced national security measures,all passengers must arrive at the airport well in advance of their scheduled departure.This is necessary to allow sufficient time for increased security checks.@BLRAirportpic.twitter.com/2KY8v99D3M— Yasir Mushtaq (@path2shah) November 11, 2025
তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরেও বাড়ল নিরাপত্তা
তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরও জানিয়েছে যে, যাত্রীদের প্রস্থান প্রক্রিয়ায় আরও কড়া নিরাপত্তা পরীক্ষা চালানো হবে। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের নির্ধারিত সময়ের আগেই পৌঁছানোর অনুরোধ জানিয়ে নিরাপত্তা কর্মীদের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। কর্তৃপক্ষের বক্তব্য, যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
In view of heightened security measures for Independence Day, passengers travelling through #ThiruvananthapuramAirport are advised to arrive early and plan their journey accordingly. These measures will remain in place till 20 August 2025.
We thank you for your understanding and… pic.twitter.com/pHrfc8YdCr— Thiruvananthapuram International Airport (@TRV_Airport_Off) August 12, 2025
দেশজুড়ে গুরুত্বপূর্ণ জায়গায় কড়া প্রহরা
এদিকে সোমবার সন্ধ্যায় দিল্লি বিস্ফোরণ কাণ্ডের জেরে দেশের একাধিক বড় শহরে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। রাম মন্দিরেও হামলা হতে পারে। সেই আশঙ্কায় যোগী রাজ্য উত্তরপ্রদেশেও জারি করা হয়েছে রেড অ্যালার্ট। সর্বত্র চলছে নাকা চেকিং, রেল-মেট্রো স্টেশন, বিমান বন্দরগুলিতে আরও বাড়ানো হয়েছে নিরাপত্তা।

