এপ্রিলের শুরুতেই ফের ভূমিকম্পের চোখরাঙানি। উত্তর থেকে উত্তর-পূর্ব ভারত, রাতের অন্ধকারে কম্পনের জেরে তীব্র আতঙ্ক।

এপ্রিলের শুরু থেকে ভূমিকম্পের হানা। ২ এপ্রিল শনিবার ভূমিকম্প হয়েছিল মধ্যপ্রদেশের পাঁচমারিতে। রাত ১১টা নাগাদ ওই কম্পন বেশ ভালোভাবেই টের পেয়েছিলেন এলাকার বাসিন্দারা। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৩.৬। তারপর আবার ৩ তারিখ রাত ১২টা, অর্থাৎ রবিবার রাতে ফের কেঁপে উঠল উত্তর-পূর্ব ভারত।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী, ৩ তারিখ রাত বারোটা বেজে ১৬ মিনিট নাগাদ অসমের গুয়াহাটি থেকে প্রায় ৫৮ কিলোমিটার উত্তর উত্তর-পূর্ব দিকে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৬।

Scroll to load tweet…

এর ঠিক ১ ঘণ্টা পর, অর্থাৎ রবিবার রাত ১টা বেজে ১২ মিনিট নাগাদ কেঁপে ওঠে ভারতের উত্তরে পর্বতঘেরা ঝিজ়াং বা তিব্বত। এই কম্পনের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.২।

Scroll to load tweet…

তার আগে রবিবার রাতে প্রায় সাড়ে এগারোটা নাগাদ একটি জোরালো ভূমিকম্প আঘাত হানে পাপুয়া নিউগিনি দ্বীপে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭.২। স্থানীয় সময় অনুযায়ী ২ এপ্রিল রাত ১১ টা ৩৪ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। কম্পনের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৮০ কিলোমিটার গভীরে।

Scroll to load tweet…

আফগানিস্তানে ভূমিকম্প হয় রবিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ। ফৈজাবাদ থেকে প্রায় ১০৩ কিলোমিটার পূর্ব দক্ষিণ-পূর্বে এই কম্পন অনুভূত হয়েছে। স্থানীয় সময় বিকেল ৪টে বেজে ৩৩ মিনিট নাগাদ হওয়া এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৩। কম্পনের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৩০ কিলোমিটার গভীরে।

Scroll to load tweet…

আরও পড়ুন-

তরুণী মডেলদের শরীর দেখার লোভ, অ্যালার্ম ঘড়ি থেকেই ৪৮ বছর বয়সী ফটোগ্রাফারের পর্দাফাঁস
এপ্রিল মাসের শুরুতে কোন শহরে বেড়ে গেল জ্বালানির দাম? দেখে নিন সোমবারের পেট্রোল-দর
কলকাতায় ভোরের তাপমাত্রায় পতন হলেও পশ্চিমবঙ্গ থেকে এখনই বিদায় নেবে না বৃষ্টি, কী বলছে আবহাওয়া দফতর?