দুর্গাপুজোর পরই শুরু ভোটার তালিকা সংশোধনের কাজ! SIR নিয়ে বড় নির্দেশ ECI-এর
SIR: দুর্গাপুজোর আগেই ভোটার তালিকা সংশোধনের প্রস্তুতির কাজ শেষ করতে হবে। দেশের সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের তেমনই নির্দেশ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন।

গোটা দেশেই SIR!
শুধু বিহার বা পশ্চিমবঙ্গের মত ভোটমুখী রাজ্যগুলি নয়, গোটা দেশেই হতে পারে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR। তেমনই নির্দেশ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। আর সেই প্রস্তুতি দ্রুত শেষ করতেই নির্দেশ দিয়েছে।
নির্বাচন কমিশনের নির্দেশ
ভারতের নির্বাচন কমিশন প্রত্যেক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা CEO-দের এমনই একটি নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রের খবর ৩০ সেপ্টেম্বরের মধ্যেই গোটা দেশে SIR-র প্রস্তুতি শেষ করতে হবে বলেও নির্দেশ দিয়েছে।
SIR কবে থেকে?
নির্বাচন কমিশন সূত্রের খবর চলতি বছরের অক্টোবর বা নভেম্বর মাস থেকেই বিশেষ নিবিড় সমীক্ষা শুরুর সম্ভাবনা রয়েছে। আর সেই কারণেই ৩০ সেপ্টেম্বরের মধ্যেই সিইও-দের SIR-এর প্রস্তুতি শেষ করতে বলা হয়েছে।
সময়সীমা
সম্প্রতি দিল্লিতে সিইওদের সঙ্গে বৈঠক করেছিল নির্বাচন কমিশন। সেখানেই তাদের SIR-র প্রস্তুতির কাজ শেষ করতে ১০-১৫ দিন সময়সীমা দেওয়া হয়। সূত্রের খবর এবার সেই প্রস্তুতি শেষ করতেই সময়সীমা চূড়ান্ত করে দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।
কমিশনের নির্দেশ
সূত্রের খবর নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে, গতবারের এসআইআর ধরে প্রতিটি রাজ্যের ভোটার তালিকা প্রকাশ করতে হবে। পশ্চিমবঙ্গ, দিল্লি-সহ কয়েকটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ইতিমধ্যে সেই কাজ শেষ করে ফেলেছে। বাকিদের দ্রুত তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে কমিশন।

