পুলওয়ামার দাল্লিপোরা অঞ্চল সকাল সকাল উত্তপ্ত হয়ে উঠল। জারি হল কার্ফু। গুলির লড়াইয়ে গুরুতর আহত হয়েছেন আরও দুইজন সেনা জাওয়ান।

ফের উত্তপ্ত পুলুওয়ামা। সেনা-জঙ্গি গুলি বিনিময়ে পুলওয়ামায় মারা গেল দুই জঙ্গি। মৃত্যু হয়েছে একজন সেনা জওয়ানেরও। 

পুলওয়ামার দাল্লিপোরা অঞ্চল এদিন সকাল সকাল উত্তপ্ত হয়ে উঠল। জারি হল কার্ফু। গুলির লড়াইয়ে গুরুতর আহত হয়েছেন আরও দুইজন সেনা জাওয়ান।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার কাক ভোরে পুলওয়ামায় অপারেশন চালায় সেনা এবং স্পেশাল অপারেশন টিমের যৌথ বাহিনী। আগে থেকেই খবর ছিল পুলওয়ামায় ডেরা বেঁধেছে একাধিক জঙ্গি। 

পুরো এলাকা ঘিরে ফেলে খানাতল্লাশি শুরু হতেই তাঁদের ওপর গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। দুই জঙ্গিকে বাড়িতে ঢুকেই মারে সেনা।

গোটা এলাকায় আপাতত ইন্টারনেট পরিষেবা বন্ধ।