রাজ্যসভায় অষ্টম বেতন কমিশন নিয়ে ৪টি প্রশ্ন, কী উত্তর দিল অর্থমন্ত্রক
8th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে এই বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে। তবে অষ্ঠম বেতন কমিশন নিয়ে রাজ্য সভায় একটি লিখিত প্রশ্নের উত্তর দিয়েছে অর্থমন্ত্রক। সংসদ সদস্য ভূবনেশ্বর কালিতা।

অষ্টম বেতন কমিশন
সপ্তম বেতন কমিশন তৈরি হয়েছিল ২০১৩ সালের সেপ্টেম্বরম মাসে। চেয়ারম্যান ও টিওআর গঠন করা হয়েছিল ২০১৪ সালের ফেব্রুয়ারিতে। কিন্তু চলতি বছর ১৬ জানুয়ারি অষ্ঠম বেতন কমিশনের ঘোষণা হয়েছে। কিন্তু এখনও কমিশনের টিওআর মুলতবি রয়েছে।
রাজ্যসভায় বেতন কমিশন নিয়ে প্রশ্ন
কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে এই বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে। তবে অষ্ঠম বেতন কমিশন নিয়ে রাজ্য সভায় একটি লিখিত প্রশ্নের উত্তর দিয়েছে অর্থমন্ত্রক। সংসদ সদস্য ভূবনেশ্বর কালিতা। উত্তর দিয়েছেন প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। তিনি অষ্টম বেতন কমিশনের বর্তমান অবস্থা সম্পর্কে স্পষ্ট করে জানিয়েছেন।
অষ্টম বেতন কমিশন নিয়ে কালিতার প্রশ্নঃ
১। অষ্টম বেতন কমিশনের শর্তাবলী প্রণয়নের জন্য সরকার কী জাতীয় যৌথ পরামর্শদাতা পরিষদ থেকে কোনও পরামর্শ পেয়েছে?
২। যদি পরামর্শ পেয়ে থাকে তাহলে তা সরকার বিবেচনা করছে কি?
৩। সরকার কমিশনের সকল অংশীদারদের যুক্ত করার পরিকল্পনা করছে কিনা?
৪। যদি পরামর্শ নেওয়া না হয় তাহলে তার কারণ কী?
অর্থমন্ত্রকের উত্তর
অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী প্রতিক্রিয়ায় জানিয়েছেন, অষ্টম বেতন কমিশনের সব অংশীদারদের পরামর্শের অংশ হিসেবে ন্যাশানাল কাউন্সিয় অব জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি থেকে পরামর্শ পেয়েছে। প্রতিমন্ত্রী জানিয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রকের স্বরাষ্ট্র মন্ত্রক, কর্মী, প্রশিক্ষণ বিভাগ ও রাজ্যগুলি-সহ প্রধান অংশীদারদের থেকে পরামর্শ চাওয়া হয়েছে।
অষ্টম বেতন কমিশনের উদ্দেশ্য
কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন, ভাতা, অন্যান্য সুযোগ-সুবিধে, অবসরকালীন সুবিধে, পেনশন, গ্রাচুইটি - খতিয়ে দেখা। কেন্দ্রীয় সরকারী কর্মী-, সর্বভারতীয় পরিষেবা কর্মী, প্রতিরক্ষা কর্মী, আধা সামরিক বাহিনী, ভারতীয় হিসেব বা নিরীক্ষা বিভাগের কর্মী।, সুপ্রিম কোর্টের কর্মীরা।
অষ্টম বেতন কমিশনের পরামর্শ
অষ্টম বেতন কমিশনের উচিৎ অ-কার্যকর বেতন স্কেল গুলিকে একত্রিত করা। সরকারকে অ্যানোমালি কমিটি এবং জেসিএম সভায় স্টাফ সাইড উত্থাপিত বিভিন্ন সপ্তম সিপিসি অসঙ্গতিগুলি নিষ্পত্তি করার পরামর্শও দিয়েছে, যার মধ্যে প্রধান টিওআর দাবিগুলিও রয়েছে। অষ্টম বেতন কমিশনের তৃতীয় মেয়াদ বৃদ্ধির পরামর্শও দেওয়া হয়েছে।

