Park Street rape: অভিযোগকারী মহিলার স্বামী কেন্দ্রীয় সংস্থার একটি মামলায় জেলে রয়েছেন। স্বামীকে মুক্ত করার জন্য, মহিলার স্বামীর জামিনের বন্দোবস্ত করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ওই যুবক।
Park Street rape: আবারও কলকাতায় বেআব্রু হল মহিলা। ঘটনাস্থল সেই পার্কস্ট্রিট। স্বামীকে জেল থেকে জামিনে ছাড়িয়ে আনা হবে, এই প্রতিশ্রুতি দিয়েই তরুণীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। তরুণীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। এই ঘটনায় রাজ্যে ফের নারী নির্যাতনের ছবি স্পষ্ট হয়েছে।
তদন্তকারীরা জানিয়েছেন, অভিযোগকারী মহিলার স্বামী কেন্দ্রীয় সংস্থার একটি মামলায় জেলে রয়েছেন। স্বামীকে মুক্ত করার জন্য, মহিলার স্বামীর জামিনের বন্দোবস্ত করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ওই যুবক। মহিলার সঙ্গে পরিচয় হয় বীরভূমের এক যুবকের। সেই যুবকই প্রতিশ্রুতি দিয়েছিলেন তরুণীর স্বামীর জামিনের করিয়ে দেবেন। কিন্তু এর পরই তরুণীর সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করে এই তরুণ। তরুণীকে ওই যুবক ধর্ষণ করে বলেও অভিযোগ।
মহিলার অভিযোগ, এই যুবক তরুণীর নগ্ন ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়েছিল। মুখ বন্ধ করে রাখতে হুমকি দিয়েছিল। তরুণীর সঙ্গে একাধিকবার জোর করে এই যুবক শারীকি সম্পর্ক স্থাপন করে বলেও অভিযোগ করেছে তরুণী। পরে স্বামী জেল থেকে মুক্তি পায়। তারপরই তরুণী পুলিশের দ্বারস্থ হয়।
তরুণীর অভিযোগের পরই সক্রিয় হয় পুলিশ। গোপনসূত্রে খবর পেয়ে বুধবার রাতে ওয়াটগঞ্জ থানা এলাকার একটি গেস্ট হাউস থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। রাত ১০টা নাগাদ গ্রেফতার করা হয়। মহিলার অভিযোগের ভিত্তিতেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মহিলার সঙ্গে কোন সূত্রে পরিচয়, কোথায় নির্যাতন করা হয়েছিল সবই খতিয়ে দেখছে পুলিশ। তবে এখনও পর্যন্ত নির্যাতিতা ও তার পরিবার প্রকাশ্যে মুখ খোলেনি। অন্যদিকে অভিযুক্তের পরিবারও কোনও কথা প্রকাশ্যে বলেনি। কিন্তু পুলিশ সূত্রের খবর, সব দিক খতিয়ে দেখ তবেই প্রয়োজনীয় পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে।


