অষ্টম বেতন কমিশনে নার্স-পুলিশ-শিক্ষকদের বিশেষ সুবিধে, বেতনের সঙ্গে বাড়বে এই ভাতাগুলি
8th Pay Commission: কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন ঘোষণা করেছে। অষ্টম বেতন কমিশন নিয়ে সরকারি কর্মীদের মধ্যে উৎসহ বাড়ছে। তারই মধ্যে প্রশ্ন উঠছে অষ্টম বেতন কমিশনে কোন কোন সরকারি কর্মীর কেমন সুবিধে পাবেন।

কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন ঘোষণা করেছে। অষ্টম বেতন কমিশন নিয়ে সরকারি কর্মীদের মধ্যে উৎসহ বাড়ছে। তারই মধ্যে প্রশ্ন উঠছে অষ্টম বেতন কমিশনে কোন কোন সরকারি কর্মীর কেমন সুবিধে পাবেন।
আলোচনায় নার্স, শিক্ষক আর পুলিশ - রয়েছে। এই তিন বিভাগের সরকারি কর্মীরা সমাজের মেরুদণ্ড হিসেবেই চিহ্নিত হয়। তাই প্রশ্ন উঠেছে অষ্টম বেতন কমিশনে এই তিন বিভাগের কর্মীরা ঠিক কতটা সুবিধে পাবেন।
অষ্টম বেতন কমিশন কার্যকর হলে উপকৃত হবে কেন্দ্রীয় সরকারের প্রায় ৫০ লক্ষ সরকারি কর্মী আর ৬৫ লক্ষ অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। এঁদের বেতন ভাতা আর পেনশন সংশোধনের জন্যই গঠিত হয়েছে অষ্টম বেতন কমিশন।
স্বাস্থ্যখাতে নার্সদের ভূমিকা অপরিহার্য। বিশেষ করে কোভিড-১৯-এর সময় নার্সরা অক্লান্ত পরিশ্রম করেছিল। অষ্টম বেতন কমিশনে নার্সদের বেতন বেতন বৃদ্ধি আর ভাতা বৃদ্ধি করা হতে পারে বলে অনুমান সরকারি কর্মীদের।
সপ্তম বেতন কমিশনা নার্সিং ভারাত ও পোশাক ভাতা ২৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। তাই অষ্টম বেতন কমিশনেও এই ভাতা বাড়তে পারে বলে অনুমান সরকারি কর্মীদের। পাশাপাশি মহার্ঘ ভাতা আর বাড়ি ভাড়ার ভাতাও বাড়তে পারে বলে অনুমান।
রাজ্য ও দেশের নিরাপত্তা জরুরি ভূমিকা গ্রহণ করে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী ও রাজ্য পুলিশ। অষ্টম বেতন কমিশনে সিআরপিএফ কর্মীদের বেতন বাড়বে। কিন্তু তাদের বিশেষ সুবিধে পাওয়ার কথা বলেও মনে করছেন সরকারি কর্মীরা। পুলিশ কর্মীদের ঝুঁকিপূর্ণ কাজের কারণে বিশেষ ভাটা আর বিমার সুপারিশও থাকতে পারে।
সিআরপিএফ-এর সংখ্যা প্রায় ১১ লক্ষ। তাঁদের নূন্যতম বেতন হতে পারে ৫০ হাজারের ওপর।
প্রাথমিক , মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে অষ্টম বেতন কমিশন লাগু হলে। এবার শিক্ষা ভাতার বা সপ্তম বেতন কমিশন অনুযায়ী সন্তানদের জন্য মাসিক ১০০০ টাকা ভাতা ছিল তা আরও বাড়তে পারে বলে অনুমান সরকারি কর্মীদের।
শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ ভাতা নির্ধারণ করতে পারে কেন্দ্কীয় সরকার। শিক্ষকদের সংখ্যা ও রাজ্য সরকারের বাস্তবায়নের ওপর তা নির্ভর করবে। যদিও এই ভাতা কার্যকর হতে কিছুটা সময় লাগবে।
অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্য়াক্টর ২.২৮ থেকে ২.৮৬ করা হতে পারে। যার কারণে সব পেশার সঙ্গে যুক্ত সরকারি কর্মীদের বেতন উল্লেখযোগ্য বৃদ্ধি পেতে পারে।

