সংক্ষিপ্ত
- ফের দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড
- ঘটনাস্থলে পৌঁছল দমকলের ২১টি ইঞ্জিন
- পুরোদমে চলছে উদ্ধারকাজ
- কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে
ফের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল দিল্লিতে। মঙ্গলবার সকালে দিল্লির গান্ধী নগর বাজার এলাকায় এই ঘটনাটি ঘটে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে প্রথমে পাঠানো হয়েছিল দমকলের ১০টি ইঞ্জিন। তারপরে আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ২১টি ইঞ্জিন। তবে ঠিক কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত এদেশের অন্যতম বড় রেডিমেড পোশাক এবং টেক্সটাউল হাবগুলির মধ্যে অন্যতম হল দিল্লির গান্ধীনগরের এই বাজার। পূর্ব দিল্লির সিলামপুর এবং শাহদারা এলাকার কাছে অবস্থিত এই বাজার জামাকাপড়ের হোলসেলারদের বসতিও রয়েছে বলে খবর। সাতসকালে আগুন লাগার খবরে কার্যত আতঙ্কে স্থানীয় বাসিন্দারা।
কুমির ধরেও কেন পোষা হয়নি, গল্প শোনালেন প্রধানমন্ত্রী
প্রসঙ্গত, এর আগে দিল্লির জাকির নগর এলাকার একটি বহুতলে আগুন লেগে যাওয়ায় প্রাণ হারিয়েছিল ২ শিশু-সহ ৬জন। আহত হন ১৬ জন। আগুনের কবল থেকে উদ্ধার করা হয় অন্তত ২০ জনকে। তবে গান্ধীনগর বাজার এলাকায় দমকলবাহিনী জোর কদমে লেগে পড়েছে উদ্ধারকার্যে। সংবাদ সংস্থা সূত্রে খবর, দুর্ঘটনায় এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।