HMPV India : ভারতে ঢুকে পড়ল চীনের নতুন ভাইরাস এইচএমপিভি! বেঙ্গালুরুতে প্রথম পজেটিভ রোগী, উদ্বেগ বাড়ছে দেশে
চিনের পর ভারতে পাওয়া গেল হিউম্যান মেটানিউমো ভাইরাস। এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত ব্যাঙ্গালোরের ৮ মাসের শিশু। ব্যাপ্টিস্ট হাসপাতালে তার চিকিৎসা চলছে৷ সরকারি ল্যাবরেটরিতে আক্রান্ত শিশুর নমুনা পরীক্ষা করা হয়নি।
চিনের পর ভারতে পাওয়া গেল হিউম্যান মেটানিউমো ভাইরাস। এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত ব্যাঙ্গালোরের ৮ মাসের শিশু। ব্যাপ্টিস্ট হাসপাতালে তার চিকিৎসা চলছে৷ সরকারি ল্যাবরেটরিতে আক্রান্ত শিশুর নমুনা পরীক্ষা করা হয়নি। শিশুর পরিবারের ভ্রমণের কোনও রেকর্ড নেই। গত কয়েকদিন ধরেই চিনে এই ভাইরাসের বাড়বাড়ন্তের খবর পাওয়া যাচ্ছে। এরই মধ্যে ভারতে HMPV -র প্রথম আক্রান্তের খবরে উদ্বেগ বাড়াচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে আগে জানানো হয়েছিল, ভারতীয়দের এখনই ভয় পাওয়ার কিছু নেই।
Read more Articles on