Operation Sindoor: অপারেশন সিঁদুরের পর সংসদের প্রতিনিধি দল বিভিন্ন দেশে গিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের অবস্থান তুলে ধরেছেন। এবার বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।

PM Narendra Modi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তিন দেশের সফর শুরু হচ্ছে রবিবার। ১৫ থেকে ১৯ জুনের মধ্যে তিনি সাইপ্রাস (Cyprus), কানাডা (Canada) এবং ক্রোয়েশিয়া (Croatia) সফর করবেন। এই সফর শুধু দ্বিপাক্ষিক সম্পর্ককেই শক্তিশালী করবে না, ইউরোপীয় ইউনিয়ন (European Union) এবং জি-৭ (G7) গোষ্ঠীর দেশগুলির সঙ্গে ভারতের অংশীদারিত্বকেও নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। রবিবার প্রধানমন্ত্রী সাইপ্রাসের রাজধানী নিকোসিয়ায় (Nicosia) পৌঁছবেন। নিকোসিয়ায় তিনি সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস খ্রিস্টোদৌলিদেসের (Nikos Christodoulides) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন। প্রায় ২০ বছর পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রী সাইপ্রাস সফর করছেন। প্রধানমন্ত্রী লিমাসোলে ব্যবসায়ী নেতাদের সঙ্গেও বৈঠকে যোগ দেবেন। এর ফলে ভারত-সাইপ্রাস অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে। এই সফরের মাধ্যমে ভূমধ্যসাগরীয় অঞ্চল এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে ভারতের কৌশলগত অংশীদারিত্ব জোরদার হবে।

কানাডায় জি-৭ সম্মেলন

সাইপ্রাস থেকে প্রধানমন্ত্রী ১৬-১৭ জুন কানাডার কানানাস্কিসে (Kananaskis) অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এটি জি৭ সম্মেলনে তাঁর ষষ্ঠ অংশগ্রহণ। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির (Mark Carney) আমন্ত্রণে মোদী জ্বালানি সুরক্ষা, এআই-জ্বালানি সহযোগিতা, উদ্ভাবন এবং কোয়ান্টাম প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ বিশ্বব্যাপী বিষয় নিয়ে আলোচনা করবেন। সম্মেলনের সময় প্রধানমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। যার মধ্যে জি-৭ সদস্য দেশগুলি এবং অন্যান্য আমন্ত্রিত দেশগুলির সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব নিয়েও আলোচনা হবে।

প্রথমবার কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর ক্রোয়েশিয়া সফর

বিদেশ সফরের শেষ পর্যায়ে ১৮ জুন প্রধানমন্ত্রী ক্রোয়েশিয়া যাবেন। এটি কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সরকারিভাবে ক্রোয়েশিয়া সফর। তিনি ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচ (Andrej Plenković) এবং প্রেসিডেন্ট জোরান মিলানোভিচের (Zoran Milanovic) সঙ্গে দেখা করবেন। কৌশলগত সহযোগিতা, বাণিজ্য এবং প্রতিরক্ষা অংশীদারিত্ব নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। ক্রোয়েশিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং এই সফরকে ভারত-ইইউ সম্পর্কের এক নতুন যুগের সূচনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।