- Home
- India News
- Narendra Modi PA: নরেন্দ্র মোদীর প্রাইভেট সেক্রেটারি এই সুন্দরী মহিলা আসলে কে? কত বেতন পান?
Narendra Modi PA: নরেন্দ্র মোদীর প্রাইভেট সেক্রেটারি এই সুন্দরী মহিলা আসলে কে? কত বেতন পান?
দেশের প্রধানমন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি। তাও আবার নরেন্দ্র মোদীর মতো ব্যক্তিত্বের! পদটা মোটেও হেলাফেলার নয়। জানেন কি মোদীর প্রাইভেট সেক্রেটারি একজন মহিলা? তাঁর নাম নিধি তিওয়ারি! নামটা শুনেছেন কখনো? এই মহিলার সাফল্য প্রতিদিন উদযাপন করার মতো।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাইভেট সেক্রেটারি। তাও আবার একজন ঝকঝকে মহিলা। কে তিনি! কি নাম তাঁর!
এই মহিলা কীভাবে পেলেন এই পদ, এই প্রশ্ন সবার মনে। তবে তাঁর কেরিয়ারের সাফল্য কিন্তু চোখ ঝলসে দেওয়ার মত।
তাঁর কেরিয়ার গ্রাফ বেশ উঁচু। আর তাই ভারতীয় বিদেশমন্ত্রকের অন্যতম সদস্য নিধি তিওয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাইভেট সেক্রেটারি পদের বড় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন।
এই দায়িত্বে সামলানোর আগে তিনি পিএমওতে ডেপুটি সেক্রেটারি পদে কর্মরত ছিলেন।
নিধি তিওয়ারির পিএমওতে ডেপুটি সেক্রেটারি পদে থাকাকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
এবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন। একজন ব্যক্তিগত সচিব হওয়ার সুবাদে তিনি প্রধানমন্ত্রীর সারাদিনের যাবতীয় কাজগুলি পরিচালনা করবেন।
যে কাজের তালিকায় রয়েছে প্রধানমন্ত্রীর সভা এবং অন্যান্য কাজ পরিচালনা। দেশ পরিচালনা ও জনগণের কাজে প্রধানমন্ত্রীকে সাহায্য করবেন তিনি। যেই কাজ মোটেই মুখের কথা নয়।
এই কাজের জন্য একজন ব্যক্তির মধ্যে থাকা দরকার শিক্ষা ও যোগ্যতা। নিধি তিওয়ারি এই দুই দিকেই সেরা।২০১৩ সালে সিভিল সার্ভিস পরীক্ষায় সাফল্য লাভ করেন তিনি। ওই কঠিন পরীক্ষায় তিনি ৯৬তম স্থান অর্জন করেছিলেন।
নিধি তিওয়ারি ইউপিএসসি পরীক্ষাতেও সফলতা লাভ করেছিলেন। ২০১৪ সালে বিদেশ মন্ত্রকের সেরা অফিসার ট্রেনি অ্যাওয়ার্ড হাতে পেয়ে সাফল্যের সিঁড়িতে আরও এক ধাপ এগিয়ে গিয়েছিলেন তিনি।
পিএমওতে ডেপুটি সেক্রেটারি পদে কর্মরত থাকাকালীন নিধি তিওয়ারি বিদেশ এবং নিরাপত্তা সেক্টরের কাজের সঙ্গে যুক্ত ছিলেন যা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে রিপোর্ট করতেন। এখন নিধির গোটা পরিবার দিল্লিতে থাকে।কিন্তু তিন বারাণসীর মহমুরগঞ্জের বাসিন্দা।
একটি প্রতিবেদন অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়ের পার্সোনাল সেক্রেটারি পদে নিযুক্ত কর্মকর্তাদের বেতন স্কেল পে ম্যাট্রিক্স ১৪ অনুযায়ী নির্ধারণ করা হয়ে থাকে। যা হিসাব করলে মাসিক বেতন দাঁড়ায় ১,৪৪,২০০ টাকায়।
এই মৌলিক বেতন ছাড়াও আবাসন ভাতা, মহার্ঘ ভাতা, ভ্রমণ ভাতা এবং অন্যান্য ভাতাও প্রদান করা হয় তাদের। নিধি তিওয়ারি তার কাজের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন সত্যিই এক নারী অর্ধেক আকাশ সমান।
