সংক্ষিপ্ত

দলে যোগ দেওয়ার তিন মাস যেতে না যেতেই তৃণমূল ত্যাগের ঘোষণা গোয়ার প্রাক্তন বিধায়কের। তৃণমূলের বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ তুলেছেন তিনি।

দলে যোগ দেওয়ার তিন মাস যেতে না যেতেই তৃণমূল ত্যাগের ঘোষণা গোয়ার প্রাক্তন বিধায়কের। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে গোয়ার লাবু মামলেদার (  Formar MLA Of Goa Lavoo Mamledar ) তৃণমূলে যোগ দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের (CM Mamata Banerjee) গোয়া সফরের সময়েও তাঁকে দেখতে পাওয়া গিয়েছিল। কিন্তু আচমকাই ছন্দপদন। তবে শুধু দলই ছাড়ছেন না, তৃণমূলের বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ তুলেছেন। তার দাবি, গোয়াকে ধর্মের নামে বিভক্ত করতে চাইছে তৃণমূল। এখানেই শেষ নয়, মমতাকে চিঠি পাঠিয়ে প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক নিয়ে অভিযোগ তুলেছেন। তাঁর অভিযোগ, তৃণমূল যে সংস্থাকে গোয়ার বিধানসভা নির্বাচনের জন্য প্রয়োগ করেছে, তা গোয়ার ভাবাবেগ বোঝার ক্ষমতা নেই। 

সম্প্রতি গোয়ায় মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির (এমজিপি)-র হাত ধরেছে তৃণমূল। আর এই পদক্ষেপকেই সাম্প্রদায়িক বলে অভিযোগ তুলেছেন লাবু মামলেদার।তার দাবি, গোয়াকে ধর্মের নামে বিভক্ত করতে চাইছে তৃণমূল। লাভু মামলেদারের সঙ্গে তৃণমূল ছেড়েছেন আরও ৪ জন। মহারাষ্ট্রওয়াড়ির গোমন্তক প্রার্টির বিধায়ক ছিলেন লাভু মামলেদার। মমতাকে দেওয়া চিঠিতে তিনি লিখেছেন, 'গোয়াবাসীর মধ্যে ধর্মের ভিত্তিতে বিভেদ তৈরি করা হচ্ছে। এমজিপির দিকে হিন্দু ভোট এবং তৃণমূল কংগ্রেসের দিকে খ্রীষ্টান ভোট টানার চেষ্টা চলছে। তৃণমূল কংগ্রেস একটি সাম্প্রদায়িক দল।' প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুজিনহো ফেলেরিও-র সঙ্গে তৃণমূলে যোগ দিয়েছিলেন গোয়ার প্রাক্তন বিধায়ক লাবু মামলেদার। কিন্তু তিন মাস যেতে না যেতেই এমজিপি-র সঙ্গে তৃণমূলের ঘনিষ্ঠতায় ক্ষুব্ধ হয়েছেন। এদিকে একটাসময় ২০১২ থেকে ২০১৭ সাল অবধি তিনি ওই দলেরই বিধায়ক ছিলেন। শুক্রবার  লাবু মামলেদারের ইস্তফা প্রসঙ্গে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুজিনহো ফেলেরিও বলেন,' দল গোয়ায় নির্দিষ্ট লক্ষ্য নিয়ে চলছে। সেই লক্ষ্যেই অবিচল থাকবে। কোনও ব্যক্তির সিদ্ধান্ত তাতে প্রভাব ফেলবে না।'

উল্লেখ্য, সামনেই গোয়া বিধানসভা ভোট। যার দিকে তাঁকিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি গোয়াবাসীর জন্য একটি বিশের প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল। সেই রাজ্য়ে ক্ষমতায় এলে ৫০০ হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হবে বলে জানিয়েছেন তৃণমূল। গোয়ায় নিজেদের জমি শক্ত করার লক্ষ্যে বাংলার 'লক্ষ্মীর ভাণ্ডার'-এর মতোই গোয়ায়  গৃহলক্ষী নামে এক বিশেষ স্কিমের কথা বলা হয়েছে সেখানে। এরপরেই সরব হয় বিজেপি। আর এবার গোয়ার প্রাক্তন বিধায়কের ইস্তফার ইস্যু আরও কয়েকধাপ এগিয়ে, বিজেপি টুইট করে জানিয়েছে, 'সারা ভারতকে অপদস্ত করছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। বাংলায় তাঁর সাম্প্রদায়িক এবং হিংসাত্মক রাজনীতি সারা বিশ্বের দরবারের সামনে এসেছে। এবার তাঁর অপশাসনও প্রকাশ্যে এসেছে।  ত্রিপুরার পর এবার গোয়াও তৃণমূল কংগ্রেসকে ভোট একটি ভোটও দেবে না।। '