সংক্ষিপ্ত
- স্বাধীণোত্তর ভারতে প্রথমবার
- বদলাতে চলেছে সরকারের ঠিকানা
- ১০ ডিসেম্বর নতুন সংসদ ভবনের শিলান্যাস
- একছাতার তলায় থাকবে সব মন্ত্রালয়
স্বাধীনতার পর প্রথমবার ঠিকানা বদলাতে চলছে সরকারের। যেখান থেকে সংবিধান মেনে শাসন হয়। আগামী কয়েক বছরের মধ্যে সেই ঠিকানা বদলাতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের ঠিকানা ভারতের নতুন সংসদ ভবন। আগামী ১০ ডিসেম্বর ওই নয়া সংসদ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন হতে চলেছে। নতুন সংসদ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ জানিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।
আরও পড়ুন-ফের বিপাকে মুকুল রায়, বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনে চার্জশিট সিআইডির
শনিবার সাংবাদিক সম্মেলনে লোকসভার স্পিকার ওম বিড়লা জানান, ''নতুন সংসদ ভবন আত্মনীর্ভর ভারতের প্রতীক। স্বাধীণোত্তর ভারতের গণতন্ত্র ও জনগণের স্মৃতিসৌধ। সংসদের নতুন ভবনে প্রত্যেক সাংসদের জন্য আলাদা ঘরের ব্যবস্থা। এক ছাতার তলায় থাকবে প্রতিটি মন্ত্রালয়। সংসদের মোট ৮৮৮ জন সদস্য অধিবেশন অংশ নিতে পারবেন। এছাড়াও, এটি ভারতের সম্পূর্ণ দেশিয় প্রযুক্তিতে তৈরি। যা কিনা আত্মনীর্ভর ভারতের প্রতিক হিসেবে চিহ্নিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ করব, অনুগ্রহ করে এই নতুন সংসদের ভিত্তি প্রস্তর স্থাপন করতে''।
আরও পড়ুন-'দুয়ারে-দুয়ারে' অভিনেত্রী-সাংসদ নূসরত, বসিরহাটে শাসকদলের কর্মসূচিতে ভিড়
এছাড়াও, লোকসভার স্পিকার ওম বিড়লা বলেন, ''সম্পর্ণ অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই সংসদ ভবন ভূমিকম্প নিরোধক। যা কিনা প্রাকৃতিক বিপর্যয় থেতে সুরক্ষিত রাখবে সংসদের সদস্যদের। এছাড়াও, অত্যাধুনিক নিরাপত্তা বেষ্টনির ব্যবস্থা রয়েছে। শুধু তাই নয়, ভবিষ্যতের কথা ভেবে ৮৮৮ জন সংসদ বসার ব্যবস্থা রয়েছে। আবার যৌথ সংসদীয় অধিবেশনে ১২২৪ জন সদস্য একসঙ্গে বসার ব্যবস্থা রয়েছে। এমনকি, শুধু রাজ্যসভার সদস্যদের অতিরিক্ত আসান ৩৮৪টির ব্যবস্থা রয়েছে''। সাংবাদিক সম্মেলনে জানালেন লোকসভার স্পিকার ওম বিড়লা।