সংক্ষিপ্ত
কর্ণাটক নির্বাচনের জন্য় ইস্তেহার প্রকাশ করল বিজেপি। উপস্থিত ছিলেন দলের জাতীয় সভাপতি জেপি নাড্ডা। একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি।
রান্নার গ্যাস থেকে দুধের প্যাকেট দেওয়া হবে বিনামূল্য। পয়লা মে বিজেপি কর্ণাটক নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ করেছে। সেখানে এই প্রতিশ্রুতি গিয়েছে ভারতীয় জনতা পার্টি। বিজেপির সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি। ইস্তেহারে বলা হয়েছে, বিপিএল বা দারিদ্র্যসীমার নীচে বসবাসকারী পরিবারগুলিতে তিনটি রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে। পাশাপাশি ইউনিয়ন সিভিল কোডও চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। জেপি নাড্ডা, কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই ও প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লিঙ্গায়েত নেতা বিএস ইয়েদুরাপ্পালার উপস্থিতিতে ইস্তেহার প্রকাশ হয়।
ইস্তেহারে ভোট বৈতরণী পার হওয়ার জন্য বিজেপি ১৬টি প্রতিশ্রুতি দিয়েছেঃ
কেন্দ্রীয় সরকারের প্রকল্প অনুযায়ী পোষণ বা পুষ্ঠিকর রেশন ব্যবস্থা চালু করবে রাজ্য।
দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী পরিবারকে প্রতিদিন আধা লিটাক নন্দিনী দুধ ও ৫ কেজি আন্না সিরি ধান দেওয়া হবে।
বিপিএল তালিকাভুক্তদের উগাদি, গণেশ পুজো ও দিওয়ালির মাসে- মোট তিনটি রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে।
গুজরাট, উত্তরাখণ্ড বিধানসভার মতই কর্ণাটকেও এবার থেকে উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশে ইউনিফর্ম সিভি কো়ড চালু করাহবে।
কর্পোরেসন সীমার প্রতিটি ওয়ার্ডে অটল আহার কেন্দ্র চালু করা হবে। সাশ্রয়ী মূল্যের খাবার সরবরাহ করার আশ্বাস দেওয়া হয়েছে।
খাদ্য সরবরাহকারীদের সঙ্গে অটো বা ক্যাবের চালকদের যোঘাযোগ থাকবে।
পৌর কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে ডায়াগনস্টিক সেন্টার চাবু করা হবে। প্রবীন নাগরিকদের বিনামূল্যের বার্ষিক মিস্টার বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
বেঙ্গালুরুকে রাজধীনী করার রাজধানী হিসেবে তুলে ধরা হবে। বেঙ্গালুরুতে শিক্ষা প্রতিষ্ঠান ও চিকিৎসা বাডডাবে বেশি সময় লাগবে না।
কৃষি আয় দ্বিগুণ করা হবে। ১ হাজার নতুন কৃষি উৎপাদন কেন্দ্র তৈরি করা হবে। যারমধ্যে ২ হাজার এলাকায় মাছ উৎপন কন্রন্দ্রচাকু কররা হবে।
রাজ্যের ১৭টি নদী ও ৫০০টি জলাশয় পরিষ্কার আর সংস্কারের জন্য তিন হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
কৃষি তহলিব আগের তুলনায় বাড়িয়ে ৩০ হাজার কোটি চাকা পড়থাকত।
'সারওয়ারিগু সুরু যোজনা রাজ্যের জন্য চালু করার প্রতিশ্রতি দিয়ছিল।
এসটি এসসি মহিলাদের জন্য বিশেষ প্রকল্প চালু করা হবে।
কর্ণাটকের বন্যা নির্মূল প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছো ১৮০০ কোটি টাকা।
ধর্মীয় মৌলবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কর্ণাটক পুলিশকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি।
সরকারি চাকরিতে নিয়োগে জোর।
আগামী ১০ মে কর্ণাটক বিধানসভা নির্বাচন। ফল প্রকাশ হবে ১৩ মে। কর্ণাটকে এবার বিজেপির বিরুদ্ধে জোর লড়াই করছে কংগ্রেস ও জেডি(এস) জোট। দ্বিতীয়বারের জন্য কর্ণাটকের ক্ষমতায় ফিরতে মরিয়া চেষ্টা করছে বিজেপি।
আরও পড়ুনঃ
From The India Gate: বন্দে ভারতে এক্সপ্রেসের মহিমা- লাল নেতাও এবার সবুজ পতাকা নাড়তে শুরু করলেন
Exclusive Amit Shah: 'মোদীজির কথা মানুষ শুনতে চায়'- এশিয়ানেট নিউজের মুখোমুখি অকপট অমিত শাহ
সংস্করক শ্রীমন্ত শঙ্করদেবের নামে চেয়ার স্থাপনের উদ্যোগ USTM-এর মাহবুবুল হকের, জানুন এই সংস্করকে