সংক্ষিপ্ত
দ্বিতীয় বিশ্বযুদ্ধে ধ্বংসীভূত হয়ে আবার উঠে দাঁড়ানো শহর জাপানের হিরোশিমা। সেখানেই মহাত্মা গান্ধীর শান্তির বাণীকে পাথেয় করলেন ভারতের প্রধানমন্ত্রী।
জাপানে জি৭ গোষ্ঠীর বৈঠকে যোগ দিতে গিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তির আবহ ছড়িয়ে দিতে চাইলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ধ্বংসীভূত হয়ে আবার উঠে দাঁড়ানো শহর জাপানের হিরোশিমা। সেখানেই মহাত্মা গান্ধীর শান্তির বাণী পাথেয় করে রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধের আবহে মহাত্মার মূর্তি উন্মোচন করলেন নরেন্দ্র মোদী।
হিরোশিমায় গান্ধীজির মূর্তি উন্মোচনের পর নরেন্দ্র মোদী নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘হিরোশিমায় মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তির উন্মোচন করা হয়েছে। হিরোশিমায় এই আবক্ষ মূর্তি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। শান্তি ও সম্প্রীতির গান্ধীবাদী আদর্শ বিশ্বব্যাপী প্রতিধ্বনিত হয় এবং লক্ষ লক্ষ মানুষকে শক্তি দেয়।’
মূর্তি উন্মোচনের আগে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বিশেষ আলোচনায় বসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সেই ছবিও প্রকাশ করে ইংরেজি এবং জাপানি, উভয় ভাষাতেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, ‘প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে। আজ সকালে আমরা ভারত-জাপান সম্পর্কের সম্পূর্ণ পরিসর পর্যালোচনা করেছি এবং আমাদের বিশ্বকে আরও উন্নত করার দিকে ভারতের G-20 প্রেসিডেন্সি এবং জাপানের G-7 প্রেসিডেন্সির ফোকাস ক্ষেত্রগুলি নিয়েও আলোচনা করেছি।’
বলা বাহুল্য, বিশ্বের তাবড় শক্তিশালী দেশগুলির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎ সমগ্র দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক হতে চলেছে। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যবর্তী স্থলে ভারতের অবস্থান এখনও পর্যন্ত নিরপেক্ষ জায়গাতেই অনড় রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যুদ্ধের একেবারে শুরুর পর্যায় থেকেই শান্তির পক্ষে রায় দিয়েছেন এবং যুদ্ধ না করে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা এবং সহাবস্থানের স্বপক্ষে মত প্রদান করেছেন। এই পরিস্থিতিতে জাপানের এককালীন বিধ্বস্ত শহর হিরোশিমায় জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তি উন্মোচন করে আরও একবার তিনি সারা বিশ্বের কাছে সেই একই শান্তির বাণী প্রচার করে যুদ্ধ না করার মতাদর্শই বিলিয়ে দিতে চাইলেন।
আরও পড়ুন-
মদন মিত্র বনাম এসএসকেএম হাসপাতালের দ্বন্দ্ব চরমে, ‘অশান্তি বরদাস্ত করব না’ হুঁশিয়ারি হাসপাতালের
নিজের ছেলেকে খুন করে বাইক দুর্ঘটনার গল্প ফাঁদলেন বাবা ও মা, দেওয়ালে ছোট ছোট নতুন রঙের দাগ দেখেই সন্দেহ