- Home
- India News
- পুতিন থেকে শুরু করে ইমানুয়েল, ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসে মোদীকে শুভেচ্ছা বার্তা রাষ্ট্রনেতাদের
পুতিন থেকে শুরু করে ইমানুয়েল, ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসে মোদীকে শুভেচ্ছা বার্তা রাষ্ট্রনেতাদের
India 79th Independence Day messages: দেশের ৭৯তম স্বাধীনতা দিবসে শুক্রবার সকাল থেকেই শুভেচ্ছা বার্তায় ভরে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের তরফে এদিন ভারতকে জানানো হয় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা।

ভারতকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রাশিয়ার
শুক্রবার দেশজুড়ে মহাসাড়ম্বরে পালিত হল ৭৯তম স্বাধীনতা দিবস। আর এই উপলক্ষে এদিন সকালেই বন্ধু মোদীকে এক্স হ্যান্ডেলে চটজলদি শুভেচ্ছা বার্তা জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিন এক্স হ্যান্ডেলে ভারতের প্রতি বার্তা দিয়ে পুতিন লেখেন, ‘’বিশ্ব মঞ্চে ভারতের "সু-যোগ্য কর্তৃত্ব"-এর প্রশংসা কুড়িয়েছে। দুই দেশের মধ্যে "বিশেষ সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব" মজবুত করতে রাশিয়া প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ভারতের সঙ্গে আমাদের বিশেষ সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে মূল্য দিই।"
Russian Embassy in India says - Russian President Vladimir Putin sent greetings to President of India Droupadi Murmu and Prime Minister Narendra Modi on Independence Day.
“India has achieved widely recognised success in socio-economic, scientific, technical, and other fields.… pic.twitter.com/RVc8U0wwAP— ANI (@ANI) August 15, 2025
ভারতকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ফ্রান্সের
ভারতকে ৭৯তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে অপর বন্ধু রাষ্ট্র ফ্রান্স। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় জনগণকে অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি বলেন, “ভারতের জনগণকে তাদের ৭৯তম স্বাধীনতা দিবসে আন্তরিক অভিনন্দন!” তিনি আরও বলেন, “ফেব্রুয়ারিতে আমার বন্ধু নরেন্দ্র মোদীকে ফ্রান্সে স্বাগত জানানোর কথা আমি আনন্দের সঙ্গে স্মরণ করছি এবং ২০৪৭ ও তার পরেও আমাদের কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করার জন্য আমি উন্মুখ।”
Warm congratulations to the people of India on your 79th Independence Day!
I fondly recall welcoming my friend @NarendraModi to France in February, and look forward to deepening our strategic partnership towards 2047 and beyond.— Emmanuel Macron (@EmmanuelMacron) August 15, 2025
ভারতকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা ইজরায়েল
গাজার সঙ্গে চলমান সঙ্ঘাতের আবহে ভারতকে তার ৭৯তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা জানাতে ভোলেনি ইজরায়েল। এদিন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুের তরফে সোশ্যাল মিডিয়ায় ভারতকে শুভেচ্ছা জানানো হয়। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, "প্রিয় বন্ধু নরেন্দ্র মোদী এবং ভারতের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। ইজরায়েল এবং ভারত দুটি গর্বিত গণতন্ত্র, ইতিহাস, উদ্ভাবন এবং বন্ধুত্বের দ্বারা আবদ্ধ। আমাদের জাতিগুলি একসঙ্গে অনেক কিছু অর্জন করেছে এবং আমাদের অংশীদারিত্বের সেরা অধ্যায়গুলি এখনও সামনে রয়েছে।''
ভারতকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আমেরিকার
এদিন মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিদেশমন্ত্রী মার্কো রুবিও ভারতের জনগণকে স্বাধীনতা দিবসের অভিনন্দন এবং উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন।তিনি বলেন, ‘’ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র, একসঙ্গে কাজ করে। আজকের আধুনিক চ্যালেঞ্জগুলির মুখোমুখি হবে এবং উভয় দেশের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যত নিশ্চিত করবে।''
ভারতকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা অস্ট্রেলিয়ার
শুধু আমেরিকা নয়। ভারতকে এদিন স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে অস্ট্রেলিয়াও। অস্ট্রেলিয়ার তরফে সেদেশের বিদেশমন্ত্রী পেনি উং ভারতীয়-অস্ট্রেলীয় সম্প্রদায় এবং ভারতের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, "ভারতের সঙ্গে আমাদের ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের পাঁচ বছর উদযাপনের সঙ্গে সঙ্গে, আমাদের সম্পর্ক আগের চেয়ে আরও শক্তিশালী। এবং আরও ফলপ্রসূ হয়েছে।''
ইউক্রেনের তরফেও ভারতকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা
শুক্রবার ইউক্রেনের তরফেও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা পেয়েছে ভারত। এদিন ইউক্রেনের বিদেশ মন্ত্রক জানিয়েছে যে, তারা ভারতের সঙ্গে ব্যাপক অংশীদারিত্ব জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। এবং স্বাধীনতা দিবসে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছে। "আমরা আমাদের জনগণের সুবিধার্থে এবং বিশ্ব শান্তি, নিরাপত্তা এবং সমৃদ্ধির প্রচারের জন্য আমাদের ব্যাপক অংশীদারিত্ব জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।'' ভারতের স্বাধীনতা দিবসে সোশ্যাল মিডিয়ায় এই বার্তা লিখে পোস্ট ইউক্রেনের বিদেশ মন্ত্রকের। এছাড়াও ভারত ও ভারতবাসীকে এদিন স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে মালদ্বীপ, নেপাল, ভুটান সহ বিভিন্ন রাষ্ট্র।

