Hooghly News: নার্সিংহোমের ভিতরেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার নার্সের দেহ। সম্পর্কের টানাপোড়েন থেকে নিছক আত্মহত্যা! নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ! ধোঁয়াশায় পুলিশ। আরও জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Hooghly News: হুগলীর সিঙ্গুরে নার্সের মৃত্যু ঘিরে রহস্য। ঘটনায় খুনের অভিযোগ তুলে সরব বিজেপি। কলকাতায় দেহ আনার পথে শ্রীরামপুরে DYFI-এর বিক্ষোভে ধুন্ধুমার। জানা গিয়েছে, হুগলীর সিঙ্গুরের নার্সিংহোমের নার্সের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। যে নার্সিংহোমে কাজ করত দিপালী জানা সেই নার্সিংহোমের মালিক ও দিপালীর প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের শুক্রবার চন্দননগর আদালতে পেশ করে সিঙ্গুর থানার পুলিশ। চাওয়া হয় ১৪ দিনের হেফাজত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর এগরার এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল নন্দীগ্রামের দিপালীর। তার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছিল। নার্সিংহোম থেকে পরশু বেরিয়ে যাওয়ায় খারাপ ব্যবহার করেছিলেন নার্সিংহোম মালিক। বুধবার রাতে নার্সিংহোমেরই চারতলা ঘর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় ওই নার্সের।
আজ তার দেহের ময়না তদন্ত হবে কলকাতা মেডিকেল কলেজে । শ্রীরামপুর ওয়ালসে ফরেনসিক এভিডেন্স সংগ্রহ করার মত পরিকাঠামো না থাকায় প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় কলকাতায় মৃতদেহ নিয়ে গিয়ে ময়নাতদন্ত করার। যদিও সিপিআইএম নেতাকর্মীদের অভিযোগ প্রশাসনের ক্রমান্য পাঠের চেষ্টা করছে সেই কারণে দেহ বের করে নিয়ে যাওয়ার সময় চরম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করে তারা ।
পুলিশ কোনমতে দেহ বের করে কলকাতা মেডিকেল কলেজের উদ্দেশ্যে নিয়ে যায়। তারপরেই শ্রীরামপুর বটতলা মোড়ে অবরোধ করে সিপিআইএম কর্মীরা । বেশ কিছুক্ষণ অবরোধ চালানোর পর তারা অবরোধ তুলে নেয়। এবং ঘোষণা করেন আগামীকাল শ্রীরামপুর থানা তারা ঘেরাও করবে । তৃণমূল জেলা নেতৃত্বের পক্ষ থেকে দাবি করা হয়েছে স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্তের স্বার্থে যা করার প্রশাসন তাই করছে । অযথা সিপিআইএম এবং বিজেপি জল ঘোলা করছে । সব মিলিয়ে প্রশিক্ষণরত নার্সের মৃত্যুর ঘটনায় আবারও উত্তপ্ত হুগলী জেলার রাজনীতি ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


