সংক্ষিপ্ত
জনসভা থেকে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের প্রশংসা করেন মোদী। এছাড়া বিজেপির কাছে গোয়ার অর্থ ঠিক কী সেকথাও উল্লেখ করেন। বলেন, "আমাদের কাছে গোয়ার অর্থ হল প্রশাসন, সুযোগ ও আকাঙ্খা।"
১৪ ফেব্রুয়ারি গোয়ায় বিধানসভা নির্বাচন (Goa Assembly Election 2022)। সৈকত শহরে নির্বাচনের সুর বেঁধে দিতে এবার প্রচারের ময়দানে নামেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বৃহস্পতিবার তিনি গোয়ার মাপুসা (Mapusa) কেন্দ্রে বিশাল জনসভায় অংশ নেন। আর সেখানেই বিজেপির (BJP) কাছে গোয়ার কী (Goa Meaning) অর্থ সেকথা উল্লেখ করেন তিনি।
জনসভা থেকে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের প্রশংসা করেন মোদী। এছাড়া বিজেপির কাছে গোয়ার অর্থ ঠিক কী সেকথাও উল্লেখ করেন। বলেন, "আমাদের কাছে গোয়ার অর্থ হল প্রশাসন (Governance), সুযোগ (Opportunities) ও আকাঙ্খা (Aspirations)। একটা মডেল হিসেবে উঠে এসেছে গোয়া। প্রমোদ সাওয়ানজি ও তাঁর গোটা টিমকে এর জন্য আমি অভিনন্দন জানাচ্ছি। কারণ আপনি যে কাজ করেছেন তা অসাধারণ। আসলে আমিও কয়েক বছর মুখ্যমন্ত্রী ছিলাম, আমি জানি এই ধরনের প্রকল্পগুলিকে বাস্তবায়ণের জন্য কতটা পরিশ্রম করতে হয়। অনেক বছর ধরে মুখ্যমন্ত্রী থাকার পর আমি বলছি যে প্রমোদজি আপনি খুব ভালো কাজ করেছেন। আর আপনার দলের সদস্যরাও খুবই ভালো কাজ করেছেন।"
তিনি আরও বলেন, "আমাদের মুখ্যমন্ত্রী শুধুমাত্র প্রকল্পের কথা বলেই থেমে থাকেন না। কীভাবে সেই প্রকল্পগুলিকে ১০০ শতাংশ বাস্তবায়ণ করা যায় সেই লক্ষ্যে কাজ করেছেন প্রমোদজি। টিকাকরণে গোয়া ১০০ শতাংশ, স্বচ্ছ ভারত অভিযানে গোয়ায় ১০০ শতাংশ কাজ হয়েছে।" এছাড়াও একাধিক প্রকল্পে গোয়া এগিয়ে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন- ‘ইউনিফর্ম শুধু স্কুলে ব্যবহার হত, কলেজে নয়’, হিজাব মামলায় সওয়াল আইনজীবীর
এরপর ওই সভা থেকেই কংগ্রেসকে কটাক্ষ করেন মোদী। তিনি বলেন, "আমাদের যদি ভারতের পর্যটনকে বাড়াতে হয়, তাহলে গোয়া থেকেই তা করা যেতে পারে। কিন্তু এই ধরনের বিষয়গুলো আগের সরকারের মাথায় আসেনি। তারা দিল্লিতে শাসন করেছে পাঁচ দশক ধরে। গোয়ার কথা তাদের তখনই মনে পড়ে যখন তারা পর্যটনের উদ্দেশ্যে এখানে বেড়াতে আসতে চায়। কিন্তু আমাদের সরকার সাগর মালার মতো প্রকল্প চালু করেছে, যার জন্য প্রায় ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।"
আরও পড়ুন- মণিপুর বিধানসভা নির্বাচনের তারিখে পরিবর্তন, নয়া ঘোষণা কমিশনের
১৪ ফেব্রুয়ারি গোয়ার বিধানসভা নির্বাচন। কমিশনের নির্দেশ অনুযায়ী, নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে থেকে কোনও প্রচার করা যাবে না। তাই প্রচারে নিষেধাজ্ঞা জারি হওয়ার একদিন আগেই গোয়ায় জনসভা করলেন প্রধানমন্ত্রী। মাপুসায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য শহরজুড়ে হোর্ডিং লাগানো হয়। সভা মঞ্চও বিশাল প্য়ান্ডেল ও সুন্দর আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছিল।
আরও পড়ুন- কংগ্রেসের সঙ্গে লড়াইয়ে আপ-বিজেপির, কেমন ছিল ২০১৭ সালের পঞ্জাব বিধানসভার ফল
গোয়া বিজেপির তরফে জানানো হয়েছে, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী সেখানে যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। সাধারণ মানুষ যাতে সামাজিক দূরত্ব-সহ করোনা সংক্রান্ত সব বিধিনিষেধ মেনে সভায় অংশ নিতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছিল।